অস্কারের মঞ্চে ইতিহাস গড়লেন শন বেকার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ মার্চ ২০২৫ , ০৩:০১ পিএম


অস্কারের মঞ্চে ইতিহাস গড়লেন শন বেকার

লস অ্যাঞ্জলেসে অনুষ্ঠিত হয়ে গেল চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কারের ৯৭তম আসর। এবারের অনুষ্ঠানে ‘আনোরা’-র জন্য পরপর চারটি পুরস্কারে পুরস্কৃত হয়ে ইতিহাস গড়লেন শন বেকার।

বিজ্ঞাপন

সেরা পরিচালক, সেরা সিনেমা, সেরা অরিজিনাল চিত্রনাট্য এবং সেরা সম্পাদনা বিভাগে পুরস্কৃত হয়েছেন শন। শুধু তাই নয়, ‘আনোরা’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন মাইকি ম্যাডিসন।

৪টি পুরস্কার জিতে ইতিহাস গড়ার পর নিজের বক্তব্যে শন বলেন, সবার কাছে নিবেদন দয়া করে সবার আগে আপনারা সিনেমার থিয়েট্রিক্যাল রিলিজের দিকে নজর দিন। প্রত্যেক বাবা মায়েদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সন্তানদের ফিচার ফিল্মের সঙ্গে পরিচয় করান, তবেই পরবর্তী প্রজন্মের ছেলে-মেয়েরা চলচ্চিত্রপ্রেমী হয়ে উঠবে। সব সময় ছেলে-মেয়েদের নিয়ে সিনেমা হলে সিনেমা দেখুন, তাহলে বড় পর্দায় সিনেমা দেখার ঐতিহ্য বজায় থাকবে।

বিজ্ঞাপন

download

এই বছর শন বেকারের পাশাপাশি পরিচালক বং জুন হো ‘প্যারাসাইট’ সিনেমার জন্য ৪টি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা আন্তর্জাতিক ফিচারে পুরস্কৃত হয়েছেন পরিচালক বং। কিন্তু যেহেতু সেরা আন্তর্জাতিক ফিচারের অস্কারের দাবিদার হয় সেই দেশ (এ ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া), পরিচালক নয়, তাই ‘প্যারাসাইট’ ৪টি পুরস্কারে পুরস্কৃত হয়েও আদতে পরিচালক পেয়েছেন মাত্র তিনটি পুরস্কার।

অস্কারের ইতিহাসে আরও একজন পরিচালক আছেন যিনি অস্কারের মঞ্চে ৪টি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তবে তিনি একটি সিনেমার জন্য নন, চারটি ভিন্ন সিনেমার জন্য পুরস্কৃত হয়েছিলেন অস্কারে। তিনি হলেন চলচ্চিত্র নির্মাতা ওয়াল্ড ডিজনি।

বিজ্ঞাপন

১৯৫৩ সালে তিনি যে বিষয়গুলিতে পুরস্কৃত হয়েছিলেন সেগুলি ছিল, সেরা ডকুমেন্টারি ফিচার (দ্য লিভিং ডেজার্ট), সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট (দ্য আলাস্কান এস্কিমো), সেরা কার্টুন শর্ট সাবজেক্ট (টুট, হুইসেল, প্লাঙ্ক এবং বুম) এবং সেরা টু-রিল শর্ট সাবজেক্ট (বিয়ার কান্ট্রি)।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission