ঢাকা

নতুন বউদি শুভশ্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৭ এপ্রিল ২০২২ , ১১:৪৭ পিএম


loading/img

কলকাতার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র আলোচিত বউদি স্বস্তিকা মুখার্জি। পর্দায় বউদি রূপে ঝড় তুলেছিলেন তিনি। এবার সেই পথেই হাঁটছেন তারকা অভিনেত্রী শুভশ্রী। তবে ওয়েব সিরিজে নয়, তিনি সিনেমার বৌদি।

বিজ্ঞাপন

কলকাতার বিখ্যাত রাঁধুনি আসমা খানের জীবনী নিয়ে নির্মিত হবে নতুন সিনেমা ‘বউদি ক্যান্টিন’। একজন সাধারণ গৃহিণী থেকে কীভাবে তিনি খ্যাতিমান শেফ হয়ে উঠেছেন, সেই গল্পই তুলে ধরা হবে সিনেমার পর্দায়। তার চরিত্রে রূপদান করবেন শুভশ্রী। সিনেমাটি পরিচালনা করবেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

জানা গেছে, পরিচালনার পাশাপাশি ‘বউদি ক্যান্টিন’-এ শুভশ্রীর স্বামীর চরিত্রে থাকছেন পরমব্রত। এছাড়া একটি বিশেষ চরিত্রে থাকছেন অভিনেতা সোহম চক্রবর্তী। তবে তার চরিত্রটি এখনো পরিষ্কার করা হয়নি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘বউদি ক্যান্টিন’ শুভশ্রী ও পরমব্রতের দ্বিতীয় প্রজেক্ট। এর আগে তারা ‘হাবজি গাবজি’ সিনেমায় অভিনয় করেছেন। আগামী ৩ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |