ঢাকা

পরীমণির মামলায় নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন পেছাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ , ০২:২১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানির জন্য মঙ্গলবার (১৯ এপ্রিল) দিন ধার্য করেন আদালত।

বিজ্ঞাপন

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে অভিযোগ গঠন বিষয়ে আদেশের দিন ১৮ মে ধার্য করেছেন আদালত।

এসব তথ্য নিশ্চিত করেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি গণমাধ্যমে বলেন, এদিন নাসির উদ্দিন মাহমুদ ও অমি তাদের পক্ষে আইনজীবী অব্যাহতির আবেদন করে শুনানি করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠন বিষয়ে আদেশ ১৮ মে তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মামলার বাদী চিত্রনায়িকা পরীমণি সকাল ১০টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯নং আদালতে আসেন।

এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিন চার্জ গঠনের জন্য এ দিন ধার্য করেন। গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিন চার্জশিট গ্রহণ করেন।

২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

বিজ্ঞাপন

ওই বছরের ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমণি ঢাকার সাভার থানায় মামলা করেন। এরপর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |