কানের লাল গালিচায় অভিনব প্রতিবাদ

কুদরত উল্লাহ

বুধবার, ২৫ মে ২০২২ , ০৭:৩৩ পিএম


কানের লাল গালিচায় অভিনব প্রতিবাদ

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল। ১৯৪৬ সালে শুরু হওয়া এই উৎসবের ৭৫তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা বসেছে। ইতোমধ্যেই বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং শুধুমাত্র চলচ্চিত্র ভক্তরা।

বিজ্ঞাপন

এই আসরের মূলমন্ত্র হচ্ছে আমন্ত্রিত অতিথিরা কানের লাল গালিচায় হেঁটে বিশ্বের নজর কাড়েন। সে গালিচায় এবার এক ভিন্ন প্রতিবাদের ঘটনা দেখা গেল।

যৌনকর্মীদের হত্যা সংক্রান্ত একটি চলচ্চিত্রের প্রিমিয়ারে একটি দল রেড কার্পেটে আক্রমণ করার পর কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো কান চলচ্চিত্র উৎসবে নারীদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভ হয়েছে।

বিজ্ঞাপন

হলি স্পাইডার মুভি প্রদর্শনের আগে প্রায় ১২ জন নারী রেড কার্পেটে গিয়েছিলেন। তারা ফ্রান্সে শেষবারের মতো উৎসব অনুষ্ঠিত হওয়ার পর থেকে নিহত ১২৯ জন মহিলার প্রথম নামসহ একটি ব্যানার বহন করেছিলেন।

কালো পোশাক পরা দলটি, প্যালাইস ডেস ফেস্টিভ্যালের সামনের ধাপে থেমে যাওয়ার সময় কালো ধোঁয়া গ্রেনেডও ফেলে। এজেন্স ফ্রান্স-প্রেসের মতে, দলটি নারীবাদী গ্রুপ লেস কোলিউসের সদস্য।

কর্মীরা ছবি তোলা এবং ভিডিও করায় নিরাপত্তাকর্মীরা বিক্ষোভ থামানোর চেষ্টা করেনি। পুরস্কার বিজয়ী ফরাসি ডকুমেন্টারি নির্মাতা রেমন্ড ডিপারডনকে ছবি তুলতে দেখা যায়।

বিজ্ঞাপন

হলি স্পাইডারের সঙ্গে জড়িত অভিনেতা এবং অন্যরা আসার আগে বিক্ষোভটি হয়েছিল। ইরানি বংশোদ্ভূত আলি আব্বাসি পরিচালিত এই ছবিতে একজন নারী অনুসন্ধানী সাংবাদিক ইরানের পবিত্র শহর মাশহাদে যৌনকর্মীদের ধারাবাহিক হত্যাকাণ্ডের দিকে নজর দিয়েছেন। ‘স্পাইডার কিলার’ হত্যার পিছনে রয়েছে, বিশ্বাস করে যে সে পাপীদের রাস্তা পরিষ্কার করছে।

এটি সাইদ হানাইয়ের বাস্তব জীবনের গল্পের ওপর ভিত্তি করে তৈরি, যিনি কমপক্ষে ১৬ জন মহিলাকে হত্যা করেছিলেন। তিনি কিছু ইসলামপন্থী জঙ্গিদের কাছে নায়ক হয়ে উঠেছিলেন, হলি স্পাইডার-এ একটি দৃশ্য প্রতিফলিত হয়েছে।

এর আগে, শুক্রবার একজন বিক্ষোভকারী জর্জ মিলারের ফিল্ম থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগে লাল গালিচায় ঝাঁপিয়ে পড়ে, ইউক্রেনে রাশিয়ান বাহিনীর দ্বারা যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ করে।

সূত্র : দ্য গার্ডিয়ান

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission