ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

গর্ভে সন্তান হারানোর মাসখানেক পরই বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জুন ২০২২ , ১২:২৯ পিএম


loading/img

গত মাসেই (১৪ মে) অনাগত সন্তান হারানোর খবর দিয়েছিলেন মার্কিন গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। মাস পেরুতে না পেরুতেই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুন) লস অ্যাঞ্জেলেসে প্রেমিক স‌্যাম আজগারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই গায়িকা।

গত বছরের সেপ্টেম্বরেই স্যামের সঙ্গে বাগদান সেরেছিলেন ব্রিটনি। বাবা জেমি স্পিয়ার্সের বিধিনিষেধ কাটিয়ে অবশেষে বিয়ে সম্পন্ন করলেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে, ২০০৪ সালে ছোটবেলার বন্ধু জ‌্যাসন আলেকজান্ডারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন ব্রিটনি। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। একই বছর নৃত‌্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন তিনি। ওই সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। কিন্তু ২০০৭ সালে কেভিনের সঙ্গেও দাম্পত্যের ইতি টানেন এই গায়িকা।

পরবর্তীতে ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স‌্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। ধীরে ধীরে সেটি প্রেমে রূপ পায়। এবার পেশায় অভিনেতা স্যামের সঙ্গে তৃতীয় সংসার পাতলেন তিনি।

সূত্র: বিবিসি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |