ঢাকা

অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজায় মিম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ অক্টোবর ২০২২ , ০৪:৫১ পিএম


loading/img
বিদ্যা সিনহা মীম

শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। মহামারির কারণে এই পূজা অল্প পরিসরে হলেও, এবার তা হচ্ছে সাড়ম্বরে। মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে চলছে পূজা-অর্চনা। এদিন দুপুর ১২টায় গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন পূজা মণ্ডপে হাজির হন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

বিজ্ঞাপন

চিরায়ত বাঙালি বধূর সাজেই নিজেকে সাজান মিম। হলুদ রঙের শাড়ির সঙ্গে হাতে পরেছিলেন সোনার বালা, কানে-গলায় ভারী গয়না, নাকে নাকফুল। টাইট করে চুল খোপা করে তাতে গুজেছেন ফুল। সিঁথিভর্তি সিঁদুরের রঙে অন্য এক মিমের দর্শন পেয়েছেন প্যান্ডেলে উপস্থিত দর্শনার্থীরা।

বিজ্ঞাপন

বিয়ের পর এবারই প্রথম দুর্গা পূজা উদযাপন করছেন মিম। রোববার (২ অক্টোবর) সপ্তমীতে দেবী দুর্গাকে বরণ করতে সাদা জামদানি পরে শাখা-সিঁদুর-আলতায় সেজেছিলেন নায়িকা।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পূজার সাজে বেশ কিছু ছবি পোস্ট করেন মিম। কাশবন ও দুর্গা মণ্ডপে তোলা ছবিগুলো নেটিজেনদের নজরে এসেছে। তারা নায়িকার অপরূপ লুকে মুগ্ধ, মন্তব্যের ঘরে এমনটাই জানিয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |