বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি। ইতোমধ্যে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিপাড়ায়। ওয়েব সিরিজ ‘মহারানি সিজন ওয়ান’ এবং টু’তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এ অভিনেত্রী। তবে সিনেমার বাজেট নিয়ে সম্প্রতি দুঃখ প্রকাশ করেছেন তিনি। তার মতে নারী কেন্দ্রীক ছবিগুলো পুরুষ কেন্দ্রিক সিনেমার মতো সমান বাজেট পায় না।
শুক্রবার (৯ ডিসেম্বর) ভারতীয় টেলিভিশন আজতাক-এর ‘মহারানি’ শিরোনামের অধিবেশনে অতিথি হয়ে হাজির হয়েছিলেন হুমা। আর সেখানেই বলিউডে নারী ও পুরুষ অভিনেতার পারিশ্রমিকের বৈষম্য এবং ছবির বাজেট নিয়ে কথা বলেন তিনি।
হুমা জানান, নারী ও পুরুষকে সমানভাবে মূল্যায়ন কর হয় না। ক্যারিয়ারে এবং বক্স অফিসের দিক থেকে দুজন মানুষ ঠিকই সমানতালে কাজ করে। কিন্তু তাদেরকে একই পরিমাণ বেতন দেওয়া হয় না। আর এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার।
অভিনেত্রী আরও বলেন, যদি আমাকে একটি অ্যাকশন মুভি তৈরি করতে হয়, এবং একই ছবি যদি কোনো অভিনেতাও বানাতে চায় তাহলে দুজনের বাজেটের সমন্বয়টা আলাদা হবে। কারণ, সে একজন পুরুষ।
মাঝে মধ্যেই বলা হয় যে নারী কেন্দ্রিক অ্যাকশন মুভি একেবারেই চলে না, পুরুষ প্রধান অ্যাকশন ছবিগুলো চলে এবং ব্যাপক সফলতা পায়। আপনি যদি নারী ও পুরুষ কেন্দ্রিক নির্মিত সিনেমার অনুপাত দেখেন তবে সেটা খুবই হতাশাজনক আমাদের জন্য। তবে বর্তমানে কয়েকজন অভিনেত্রী কাজ করছেন অ্যাকশন মুভিতে।