লেডি গাগার ছবি তুলতে গিয়ে হোঁচট খেলেন ফটোগ্রাফার (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ , ১১:৩৭ এএম


লেডি গাগার ছবি তুলতে গিয়ে হোঁচট খেলেন ফটোগ্রাফার (ভিডিও)

জনপ্রিয় গায়িকা-অভিনেত্রী লেডি গাগার ছবি তুলতে দৌড়ে আসছিলেন এক ফটোগ্রাফার। কিন্তু হঠাৎ হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাকে সাহায্য করতে ছুটে যান লেডি গাগা।

বিজ্ঞাপন

রোববার (১৩ মার্চ) অস্কারের ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান চলাকালে ডলবি থিয়েটারে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ‘তারকাখচিত ঝলমলে রাতটি ছিল অস্কারের রাত। রেড কার্পেটে পপ সেনসেশন লেডি গাগার ছবি তুলতে দৌড়ে আসছিলেন এক ফটোগ্রাফার। হঠাৎ হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ফটোগ্রাফার। তৎক্ষণাৎ তাকে সাহায্য করতে ছুটে যান গায়িকা।’

বিজ্ঞাপন

হঠাৎ এমন ঘটনায় প্রথমে হকচকিয়েও যান পপ গায়িকা। পরে অবশ্য তিনিই এগিয়ে আসেন। রেড কার্পেট থেকে উঠে দাঁড়াতে সাহায্য করেন ফটোগ্রাফারকে। তিনি ফটোগ্রাফারকে জিজ্ঞেস করেন, ‌‘আপনি ঠিক আছেন?’

এরপরই ভাইরাল হয়েছে পপ তারকার এই ভিডিও। লেডি গাগার এমন কাজের অনেকেই প্রশংসা করেছেন এবং ভক্তরা তাকে ‘রাণী’ বলে সম্বোধন করছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission