দাবানলে পুড়ে যাওয়া অস্কার নিয়ে জানা গেল আসল তথ্য
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত তারকারাও। প্যারিস হিলটন, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে গেছে। ভয়াল এ আগুনে এখন পর্যন্ত অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। দাবানলে প্রায় ৩৭ হাজার ৮০০ একর ভূমি পুড়ে যাওয়ার পাশাপাশি ধ্বংস হয়েছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা।
এদিকে, দাবানল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে পুড়ে যাওয়া একটি অস্কার ট্রফি পড়ে থাকতে দেখা যায়। ছবিটি দেশ-বিদেশের জনপ্রিয় ব্যক্তিত্ব ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল ছবিটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি।
অনুসন্ধানে অন্তত ১২ জানুয়ারি থেকে ছবিটির অস্তিত্ব ইন্টারনেটে দেখা যায়। বাংলাদেশ সময় সেদিন রাত ৯টা ৩৭ মিনিটে ‘pics’ নামক একটি সাবরেডিটে ছবিটি ‘Symbolism (প্রতীকী)’ ক্যাপশনে শেয়ার করা হয়। তবে, ওই সাবরেডিটের নিয়ম লঙ্ঘনের অভিযোগে ছবিটি পরবর্তীতে সরিয়ে ফেলা হয়। সাবরেডিটের মডারেটররা ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে সন্দেহ করেন। তাদের নিয়ম অনুযায়ী, স্ক্রিনশট বা এআই-জেনারেটেড কোনো ছবি পোস্ট করা নিষিদ্ধ।
গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ছবিটি ১২ জানুয়ারি ‘AI Revolution – MidJourney AI, DALL-E 2, Stable Diffusion’ নামের একটি ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়েছিল। তবে, বর্তমানে গ্রুপটিতে ছবিটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
ওই সূত্র ধরে অনুসন্ধানে ১৩ জানুয়ারি সকালে ‘Ruston Banal’ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটির সাথে যুক্ত স্ক্রিনশটে দেখা যায়, Grzech Morawski নামের এক ফেসবুক আইডি থেকে ‘AI Revolution’ গ্রুপটিতে আলোচিত ছবিটি শেয়ার করেছিলেন। রুস্টনের দাবি অনুযায়ী, ছবিটি স্টেবল ডিফিউশন প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং এটি গ্রজেচ মোরাভস্কি দ্বারা নির্মিত।
রুস্টনের পোস্টের সূত্র ধরে ‘AI Revolution’ নামের ওই ফেসবুক গ্রুপে Grzech Morawski নামের অনুসন্ধান চালিয়ে, বর্তমানে এই নামধারী কোনো ফেসবুক প্রোফাইল গ্রুপটিতে খুঁজে পাওয়া যায়নি। তবে, ভিন্ন এক ব্যক্তির পোস্টে একই নামের একটি ফেসবুক প্রোফাইল ট্যাগ করা অবস্থায় পাওয়া যায়। তবে, বর্তমানে প্রোফাইলটির নাম Mora Grzegorz দেখা যায়। অর্থাৎ, ছবিটি ভাইরাল হওয়ার পর Grzech Morawski নামের সেই প্রোফাইলের নাম পরিবর্তন করে এখন Mora Grzegorz রাখা হয়েছে।
পরবর্তীতে ‘AI Revolution’ ফেসবুক গ্রুপে নতুন নাম Mora Grzegorz এর সূত্র ধরে অনুসন্ধানে, ওই প্রোফাইল থেকে Grzech Morawski নামের জলছাপযুক্ত একাধিক এআই-জেনারেটেড ছবি (১,২) পোস্টের প্রমাণ পাওয়া যায়।
ছবিটি নিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য রিউমর স্ক্যানার টিম প্রোফাইলটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে, সংশ্লিষ্ট প্রোফাইল থেকে রিউমর স্ক্যানারের এক সদস্যকে ব্লক করা হয়।
অন্যদিকে, ১৩ জানুয়ারি থেকে পুড়ে যাওয়া অস্কারটি আমেরিকান অভিনেতা রবার্ট রেডফোর্ডের দাবিতে প্রচার হতে থাকে। তবে, আমেরিকান ম্যাগাজিন এন্টারটেইনমেন্ট উইকলিকে রেডফোর্ডের একজন প্রতিনিধি জানান, ছবিটি ভুয়া। তিনি বলেন, রেডফোর্ড বর্তমানে সান্তা ফে (নিউ মেক্সিকো)-তে বসবাস করছেন এবং ছবির অস্কারটি তার নয়।
এছাড়া, যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্যাক্টচেকিং সংস্থা পলিটিফ্যাক্ট-কে গেটরিয়েল ল্যাবস-এর মুখপাত্র ইমানুয়েল সালিবা নিশ্চিত করেছেন যে, ছবিটি বাস্তব নয়। তিনি বলেন, ছবিটি এআই-নির্মিত ছবি ও ডিজিটাল আর্টের একটি ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়েছিল। তবে, পরে ছবিটি ওই গ্রুপ থেকে মুছে ফেলা হয়। ইমানুয়েল সালিবার এই বক্তব্যের সাথে রিউমর স্ক্যানার-এর অনুসন্ধানে পাওয়া তথ্য হুবহু মিলে যায়। সুতরাং, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ছবিকে লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়ে যাওয়া অস্কারের বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
আরটিভি/এএ/এআর
মন্তব্য করুন