ঢাকা

শাকিবের বিরুদ্ধে অভিযোগ, দেশ ছাড়লেন সেই প্রযোজক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২০ মার্চ ২০২৩ , ০২:৪২ পিএম


loading/img

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে একজন। নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করে বুধবার (১৫ মার্চ) বিকেলে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিকে লিখিত অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

টক অব দ্য কান্ট্রিতে পরিণত হওয়া সেই পালে এবার লাগল নতুন হাওয়া। থানা-ডিবি অফিসে শাকিব খানের দৌড় ঝাঁপের মধ্যেই অনেকটা সবার চোখের আড়ালেই শুক্রবার (১৭ মার্চ) দেশ ছাড়েন  রহমত উল্লাহ।

অস্ট্রেলিয়া থেকে সোমবার (২০ মার্চ) একটি গণমাধ্যমে এই প্রযোজক জানান, ‘শাকিব বলছে, আমি ভুয়া প্রযোজক- এটা হাস্যকর। আমি যে একজন প্রযোজক এর যথেষ্ট প্রমাণ আছে। আর আমি যেসব অভিযোগ এনেছি তার বিরুদ্ধে, একটাও মিথ্যে নয়। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি। কীভাবে কি করা যায়, সেই সিদ্ধান্তই নিচ্ছি। আমি কিছুদিনের মধ্যেই আইনিভাবে লড়তে বাংলাদেশে আসছি। অল্প কিছুদিন আপনারা অপেক্ষা করেন। আমার এখানে (অস্ট্রেলিয়া) কাজ ছিলো বলেই দ্রুত চলে এসেছি।’

বিজ্ঞাপন

অভিযোগ দিয়েই অনেকটা গোপনে দেশ ত্যাগ করার কারণ জানতে চাইলে প্রযোজক বলেন, ‘আমার হাতে সময় কম ছিলো। অস্ট্রেলিয়ায় আমার অনেক কাজ আছে। বিষয়টি আমি শাকিব খান এবং চলচ্চিত্রের বিভিন্ন সমিতিগুলোর কাছেও বলেছি। কারো ভয়ে আমি দেশ ত্যাগ করিনি। তাছাড়া বিষয়টি সমাধানের জন্য শাকিব খানই আমার সঙ্গে বসেছিলেন। কিন্তু পারেননি। আমি আমার কাজের জন্যই অস্ট্রেলিয়ায় এসেছি, কারও ভয়ে নয়। আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আপনাদের সঙ্গে সকল প্রমাণ নিয়ে আবার দেখা হবে আমার। কারণ, এবার  লড়াই হবে আইনিভাবে।’

এর আগে রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে বেরিয়ে শাকিব গণমাধ্যমকে জানান, ‘আমি লিখিত অভিযোগ করেছি, ডিবি তা গ্রহণ করেছে। তারা যেকোনো মামলা বা অভিযোগ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করে। আমার বিশ্বাস, এই অভিযোগের ভিত্তিতে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।’

তিনি আরও বলেন, ‘ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর রশীদের সঙ্গে দেখা করেছি। তিনি দীর্ঘসময় নিয়ে আমার সব কথা শুনেছেন। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, এই প্রতারককে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসবেন।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শনিবার (১৮ মার্চ) রাতে রহমত উল্লাহর নামে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব। কিন্তু তারা মামলা না নিয়ে নায়ককে আদালতে যাওয়ার পরামর্শ দেন। তাদের এমন আচরণে সন্দেহ প্রকাশ করে নায়কের ভাষ্য, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মামলা করতে গিয়েছিলাম। কিন্তু গুলশান থানা পুলিশ আমার মামলা নেয়নি। মামলা করতে না পারাটা আমার কাছে আশ্চর্যজনক লেগেছে।

এদিকে শাকিবের অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ বলেন, শাকিব খান একটি লিখিত অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন। এর আগে তিনি আমাকে ফোন করে যোগাযোগ করেছিলেন। আমরা তার অভিযোগ তদন্ত করে দেখব। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |