পবিত্র মাহে রমজান উপলক্ষে পাঁচটি ইসলামি গান উপহার দেবেন গীতিকার, সুরকার ও ক্রীড়া সাংবাদিক শামীম হোসেন। গত শুক্রবার (৩১ মার্চ) ‘গড়েছো প্রভু’ শিরোনামে তার প্রথম গানটি প্রকাশ পেয়েছে।
বিজ্ঞাপন
শামীম হোসেন বলেন, ‘দেশের গুণী শিল্পীরা আমার লেখা ও সুর করা গান গেয়েছে। এবার আমি নিজেই কণ্ঠ দিলাম। নতুন অভিজ্ঞতা, নতুন অনুভূতি।’
তিনি যোগ করেন, ‘অনেকেই পরামর্শ দিয়েছেন, রমজান উপলক্ষে যেন কিছু ইসলামি গান, গজল লেখি। সেখান থেকে উৎসাহ পেয়েই মূলত গানগুলো লেখা। যার প্রথম গানটি ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পাঁচটি গানই রোজার মধ্যে প্রকাশ করা হবে। আশা করি, সবার ভালো লাগবে।’