পনেরো মাসের শিশুসন্তানকে আছাড় মেরে নির্যাতন করায় স্বামী অমন মিশ্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভারতীয় টিভি অভিনেত্রী চন্দ্রিকা সাহা। এক বার নয়, পরপর তিন বার আছাড় মেরে সন্তানকে রক্তাক্ত করেন অভিনেত্রীর স্বামী।
ভারতের বাঙ্গুর নগর থানায় এই অভিযোগ দায়ের করেন চন্দ্রিকা। জুভিনাইল জাস্টিস অ্যাক্ট, ২০১৫ এর ৭৫ নম্বর ধারায় অমন মিশ্রের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে খুব শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হবে অমনকে।
চন্দ্রিকা পুলিশকে অভিযোগ করেন, আমার স্বামী সন্তান জন্ম নেওয়াতে একেবারেই খুশি ছিলেন না। প্রায় দিনই এই নিয়ে আমাদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। ছেলের কান্না শুনে রান্নাঘর থেকে ছুটে ড্রইং রুমে এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আমার সন্তান। পাশেই বসেছিলেন আমার স্বামী।
পরে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনা। সন্তানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। যদিও আপাতত সংকট কেটেছে। কিন্তু এর থেকেও তো আরও খারাপ কিছু হতে পারতো সন্তানের।
অভিনেত্রী আরও অভিযোগ করেন, আমার বিবাহবিচ্ছেদের পরেই অমনের সঙ্গে পরিচয় হয়। আলাপের অল্প কিছু দিনের মধ্যেই সম্পর্কে জড়িয়ে পড়ি আমরা। এরপরেই অন্তঃসত্ত্বা হয়ে হয়ে পড়ি। যদিও আমাকে গর্ভপাত করাতে চেয়েছিলেন অমন। তবে তার কথা না শুনে আমি সন্তান জন্ম দেই। পরে ছেলের বয়স যখন ১৪ মাস, তখন আমরা বিয়ে করি। কিন্তু এরপর থেকে কোনোভাবেই সন্তানকে মেনে নিতে পারছে না অমন।
সূত্র : আনন্দবাজার