• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

‘মাফিয়া কুইন’ চরিত্রে স্বস্তিকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২৩, ১৫:৫২
‘মাফিয়া কুইন’ চরিত্রে স্বস্তিকা
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে দেখা যাবে মাফিয়া কুইন চরিত্রে। আগামী ৩০ জুন মুক্তি পাবে তার অভিনীত ও অরিন্দম ভট্টাচার্য পরিচালিত সিনেমা ‘শিবপুর’। আশির দশকের রক্তাক্ত শিবপুরকে এবার বড় পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন এই নির্মাতা।

একজন সাধারণ গৃহবধূর অপরাধ চক্রের সঙ্গে মিলিত হয়ে ‘মাফিয়া কুইন’ হয়ে ওঠা এবং এই পরিস্থিতিকে দমন করবার সব রকম প্রচেষ্টার প্রতিচ্ছবি ফুটে উঠবে ‘শিবপুর’ সিনেমায়।

আর আলোচিত সেই ‘মাফিয়া কুইন’র চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা এবং পুলিশ অফিসারের ভূমিকায় থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়।

বেশ কিছু বছর আগে হাওড়ার শিবপুর এলাকাটি কুখ্যাত হিসেবেই গণ্য হত সাধারণ জনগণের কাছে। বাম আমলের সময় অর্থাৎ আশির দশকে এই অঞ্চলের যে ভয়ানক রূপ দেখেছিল বাংলা, সেই বিভীষিকা এখনও বয়ে নিয়ে চলেন এখানকার অধিবাসীরা।

সেই সময়ে, বাম এবং কংগ্রেসের রাজনৈতিক দ্বন্দ্বের বলি হয়েছেন অনেক সাধারণ নিরপরাধ মানুষ। অপরাধীদের আখড়া হয়ে ওঠে এই স্থান। অরিন্দম ভট্টাচার্য তার সিনেমায় সেই দুর্নীতিগ্রস্ত শিবপুরের চিত্রই তুলে ধরেছেন।

একজন সাধারণ গৃহবধূ ঠিক কোন কারণে অপরাধ চক্রের সঙ্গে মিলিত হয়ে হিংসাত্মক পথটি বেছে নেন, সে রহস্যও উদঘাটিত হবে ‘শিবপুর’ সিনেমায়। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সুলতান সিং নামের এক পুলিশ অফিসারের আগমন ঘটে।

তবে সিনেমাটি নিয়ে মাঝে মধ্যেই নানান রকম বিতর্ক দানা বাঁধে। তাই সিনেমা মুক্তির তারিখ বেশ পিছিয়ে যায়। সম্প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে, সিনেমা মুক্তির মুক্তির তারিখ ঘোষণা করেন এর কলাকুশলীরা।

‘শিবপুর’ সিনেমায় স্বস্তিকা-পরমব্রত ছাড়া আরও অভিনয় করেছেন, খরাজ মুখার্জী, রজতাভ দত্ত, মমতা শঙ্কর, সুস্মিতা চ্যাটার্জী, সুজন মুখার্জী, রাজদীপ সরকার প্রমুখ। আগামী ৩০ জুন বড় পর্দায় আশির দশকের সেই অপরাধ-প্রবণ শিবপুরের সাক্ষী হবেন দর্শক মহল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়