ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সম্পর্ক ভাঙার পর প্রথমবার একসঙ্গে টাইগার-দিশা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ জুলাই ২০২৩ , ০২:৫১ পিএম


loading/img

বলিউডের বহুল চর্চি জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানির প্রেমের সম্পর্ক ভেঙ্গেছে বেশ অনেক দিন হলো। ইন্ডাস্ট্রিতে তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও, সেই সম্পর্কের কথা প্রকাশ্যে কখনই স্বীকার করেননি এই জুটি। বলা চলে তাদের প্রেম ছিল ওপেন সিক্রেট। তবে দীর্ঘদিন পর ফের এক সঙ্গে দেখা গেল এই প্রাক্তন জুটিকে।  

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের সূত্র হতে জানা গেছে, শনিবার (১ জুলাই) দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেন টাইগার-দিশা। প্রেমের সম্পর্কের বিচ্ছেদের পর প্রথমবার পাবলিক প্লেসে একসঙ্গে হাজির হলেন তারা। এ সময় টাইগারের মা আয়েশা শ্রফ, বোন কৃষ্ণা শ্রফও তাদের সঙ্গে ছিলেন।   

ইতোমধ্যে টাইগার-দিশার এ সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পেড়েছে নেটমাধ্যমে। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, পাশাপাশি বসে কথা বলছেন টাইগার-দিশা। তবে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দেননি এই প্রাক্তন জুটি। বরং আলাদা আলাদাভাবে ক্যামেরার সামনে দাঁড়ান তারা।  

বিজ্ঞাপন

এ দিকে দীর্ঘ দিন পর একসঙ্গে দেখে খুশি টাইগার-দিশার ভক্তরা। নেটিজেনদের মতে, ফের জোরা লাগছে তাদের সম্পর্ক!     

উল্লেখ্য, ‘বাঘি টু’ ও ‘বাঘি থ্রি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন টাইগার-দিশা। এ ছাড়া একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা গেছ এই জুটিকে।  

 

বিজ্ঞাপন

সূত্র : ইন্ডিয়া টুডে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |