ভারতের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ওটিটিতে চলছে পারিবারিক সপ্তাহ। এই আয়োজনে পূজা ভাটের সঙ্গে দেখা করতে আসেন মহেশ ভাট। কিন্তু এখানে এসেও সত্তোরোর্ধ এই পরিচালক নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন।
এবার চলতি বিগ বস ওটিটির কনিষ্ঠ প্রতিযোগী মনীষা রানিকে চুমু খেয়ে আলোচনার কেন্দ্রে মহেশ। তিনি বিগ বসের ঘরে এন্ট্রি নেওয়া মাত্রই পূজা এগিয়ে এসে জড়িয়ে ধরেন বাবাকে। মহেশকে একে একে ঘরের সব সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন পূজা। এরপরই তারা যান মনীষা রানির কাছে।
পূজা ভাটের সঙ্গে বেশ ভালোই ঘনিষ্ঠতা বিহারের এই মেয়ের। পূজা যখন তার সহ-প্রতিযোগীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন দেখা যায় মনীষার হাতের ওপর হাত রাখেন মহেশ। হাত বোলাতে থাকেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই ভ্রু-কুঁচকে যায় অনেকের। তবে মহেশ ভাট হাতের ওপর হাত রেখে বা ‘হাত বুলিয়ে’ই চুপ থাকেননি, মনীষার জীবনের কাহিনি পূজার মুখে শুনে বিহারের এই মেয়ের হাতে চুমুও খান তিনি।
নেটিজেনদের দাবি, খুব খারাপভাবেই ২৮ বছরের মনীষার দিকে তাকিয়ে ছিলেন সত্তোরোর্ধ মহেশ। যদিও একাংশ পাশে দাঁড়িয়েছেন বলিউডের এই বর্ষীয়ান পরিচালকের।
এর আগে বড় মেয়ে পূজার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গিয়েছিল মহেশ ভাটকে। নব্বইয়ের দশকের গোঁড়ার দিকে এক নামী ফিল্ম ম্যাগাজিনের প্রচ্ছদে ফটো শ্যুটের জন্য ছিল সেই চুমু। ওই সময় কম জলঘোলা হয়নি। মহেশ তো এ-ও বলেছিলেন, ‘পূজা আমার মেয়ে না হলে আমি ওকেই বিয়ে করতাম।’ উল্লেখ্য, মহেশ ভাট ও তার প্রথম স্ত্রী কিরণের মেয়ে পূজা ভাট।