জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে নির্মাতা আদনান আল রাজীবের সম্পর্কটা বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এই প্রশ্ন মিডিয়াপাড়ায় ঘুরপাক খাচ্ছে অনেক দিন ধরেই। তবে কারও কাছে নেই সুনির্দিষ্ট কোনো উত্তর।
শুধু যে প্রেম তা কিন্তু নয়, লুকিয়ে সংসারও করছেন তারা! এমন খবরের গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে তাদের। প্রায় সময়ই অন্তর্জালে দেখা মেলে ঘুরতে যাচ্ছেন। কখনও দেশের বাইরে আবার কখনও দেশে।। ছবিও তুলছেন হাসিমুখে। তবে বিষয়টি কখনওই নিজ মুখে স্বীকার করেননি তারা।
মিডিয়াকর্মীদের বিভিন্ন অনুষ্ঠান বা গেট-টুগেদারে জোড়া বেঁধে হাজির হন তারা। পাশাপাশি দাঁড়িয়ে, কাছাকাছি বসে হন লেন্সবন্দি। সামাজিকমাধ্যমে ভেসে বেড়ায় সেসব ছবি।
এই যেমন সম্প্রতি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে তিশা-ফারুকী দম্পতির সঙ্গে বেশ আনন্দঘন মুহূর্ত উপভোগ করছেন রাজীব-মেহজাবীন।
এসব কারণে মাঝে মাঝেই প্রশ্নের সম্মুখীন হতে হয় মেহজাবীন-রাজীবকে। নির্মাতা আদনান আল রাজীব বিষয়টিকে গুজব বলে সামলে নিলেও মেহজাবীন বিষয়টি নিয়ে কখনও কথা বলতে রাজি হননি সাংবাদিকদের সঙ্গে।