মেহজাবীন-রাজীবের বিয়ে নিয়ে যা বললেন জয়

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৪৮ পিএম


মেহজাবীন-রাজীবের বিয়ে নিয়ে যা বললেন জয়
ছবি: কোলাজ

প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। যেকোনো চরিত্রেই খুব সহজেই নিজেকে মানিয়ে নেন তিনি। সম্প্রতি মেহজাবীন নাম লিখিয়েছেন বড়পর্দায়।

বিজ্ঞাপন

mehazabien-chowdhury-3-20250224201927

এদিকে গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল তার গোপন বিয়ে ও সংসারের খবর। তবে এবার জানা গেল আসল খবর। দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গেই অবশেষে বিয়ে সারলেন এই জনপ্রিয় অভিনেত্রী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে রোববার একই ভেন্যুতে গায়ে হলুদ হয় তাদের। সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। পরে সন্ধ্যায় হয় মেহেদি অনুষ্ঠান। 

বিজ্ঞাপন

mehazabien-chowdhury-1-20250224201959

বিনোদন অঙ্গনে এই জুটির সম্পর্ক অনেকটা ‘ওপেন সিক্রেট’ থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন করেন তারা।

বিনোদন অঙ্গনের অনেক তারকাই তাদের বিয়ের দাওয়াত পেয়েছিলেন। গায়েহলুদ অনুষ্ঠানে পারপেল কালারের লেহেঙ্গা পরেন মেহজাবীন। মাঝে সিঁথি করে সাদামাটাভাবে পেছনের দিকে টেনে খোঁপা করেছেন, হাতে ম্যাচিং চুড়ি। আর আদনান আল রাজীব পরেছেন কালো রঙের পাঞ্জাবি ও পায়জামা। 

বিজ্ঞাপন

Capture

অন্যদিকে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিয়েতে মেহজাবীন সেজেছিলেন সাদা রঙের লেহেঙ্গায়। রাজীব পরেছিলেন চকলেট কালারের শেরওয়ানি। গতকাল দুপুরে অভিনেত্রী বিয়ের ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন। মুহূর্তেই শুভেচ্ছায় ভরে যায় মন্তব্য ঘর।

481581695_18490940278010426_4027495167255782028_n

মেহজাবীন চৌধুরী ও পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব তারকা জুটিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছে গোটা দেশ। তাদের বিয়ের খবরে দারুণ উচ্ছ্বসিত অনুরাগীরা। শুভকামনায় ভাসিয়েছেন সহকর্মী তারকারাও। দুজনকে নিয়ে সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। যেখানে জয় উল্লেখ করেছেন, ছবির মতোই হোক এই বন্ধন। 

নিজের পোস্টে জয় লেখেন, অভিনন্দন। মেহজাবীন এবং আদনান আল রাজীব। ছবির মতোই হোক এই বন্ধন। মেহজাবিনের মতো দুর্দান্ত সুন্দরী এবং নাম্বার ওয়ান অভিনেত্রীকে বিয়ে করার সাহস এবং সামর্থ্য আদনান আল রাজীব ছাড়া আর কারই বা ছিল।

481601644_18490940296010426_5878629379828901001_n

২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন সময় তাদের প্রেমের বিষয়টি সামনে আসলেও কখনো তারা মুখ খোলেননি। 

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’।

অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম।

আরটিভি/এএ/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission