মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় গায়ক, সুরকার এবং গীতিকার দর্শন রাভাল। আগামী ১৪ সেপ্টেম্বর একটি কনসার্টে অংশ নেবেন তিনি।
‘দর্শন লাইভ ইন ঢাকা’ টাইটেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল চার-এ কনসার্টটি অনুষ্ঠিত হবে। এটি আয়োজন করছে টোয়েন্টি-টু ইভেন্টস লিমিটেড এবং দর্শন রাভালের কোম্পানি ই-পজিটিভ।
জানা গেছে, টিকিফাই নামক ওয়েবসাইটে খুব শিগগিরই কনসার্টটির টিকিট বিক্রি করা হবে। বর্তমানে টিকিটের ফ্রি রেজিস্ট্রেশন চলছে।
২০১৪ সালে মিউজিক্যাল রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’র মাধ্যমে খ্যাতি অর্জন করেন দর্শন রাভাল। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি এবং বাংলাসহ একাধিক ভাষায় গান গেয়ে নিজের প্রতিভা প্রদর্শন করে বহুমুখী শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।