সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। বর্ণিল ক্যারিয়ারে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি নানা বিতর্কের জন্ম দিয়েছেন। দুই কন্যাসন্তানের মা তিনি। কিন্তু আজও তিনি সিঙ্গেল।
বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই নারীর জীবনে প্রেম এসেছে বহুবার, কিন্তু কারও সঙ্গেই ঘর বাঁধেননি। বলিউড পরিচালক বিক্রম ভাট থেকে ধন কুবের ললিত মোদি, অনেকের সঙ্গেই নাম জড়িয়েছিল সুস্মিতার।
২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বলিউড অভিনেতা রণদীপ হুদার সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা। ঘনিষ্ঠ মহলে সে কথা স্বীকারও করেছিলেন, তবে সেই সম্পর্কও পরিণতি পায়নি। অবশেষে সুস্মিতার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে মুখ খুললেন রণদীপ হুদা।
এই অভিনেতার ভাষ্যমতে, আমি কোনো মিস ইউনিভার্সের সঙ্গে সম্পর্কে ছিলাম না। কখনও সম্পর্কে জয়ের অনুভূতি পাইনি। সুস্মিতার কথায় একবার আমি একটি থিয়েটার রিহার্সাল মিস করেছিলাম। কারণ, সুস্মিতা চায়নি আমি যাই। নিজের মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে এই কাজটা করেছিলাম।
রণদীপ আরও বলেন, সুস্মিতার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়ে আমি খ্যাতির স্বাদ পাই। যদিও সেই সময় আমি তারকা ছিলাম না। তবে ওই সম্পর্কে বিচ্ছেদেই আমাকে কিছু করার ইচ্ছাশক্তি জুগিয়েছিল। তাই ওই বিচ্ছেদটা ছিল আমার জীবনের সেরা ঘটনা।
বলিউডে রণদীপ হুদা অভিনয় শুরু করেন ২০০১ সালে ‘মুনসুন ওয়েডিং’ সিনেমায়। পরবর্তীতে ‘জিসম ২’, ‘মার্ডার ২’, ‘হাইওয়ে’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন।