ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সালমান চুমু দেওয়ায় হতবাক ক্যাটরিনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৯ নভেম্বর ২০২৩ , ০৩:১৮ পিএম


loading/img
ক্যাটরিনা কাইফ ও সালমান খান

বলিউডের জনপ্রিয় তিন তারকা সালমান খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাদের অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’। মুক্তির পরেই বক্স-অফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি।    

বিজ্ঞাপন

মুক্তির আগে খুব একটা সিনেমার প্রচারণায় দেখা যায়নি টাইগার টিমকে। তবে বিশ্বজুড়ে ৩০০ কোটির গণ্ডি পেরোতেই প্রকাশ্যে আসেন তারা। 

সম্প্রতি সিনেমার প্রচারণায় একটি অনুষ্ঠানে হাজির হন টাইগার টিম। মুম্বাইয়ের সেই ইভেন্টে বেশ খোশমেজাজেই দেখা যায় তাকে। তবে সেখানে সালমান এমন এক কাণ্ড ঘটালেন, যা দেখে রীতিমতো বিস্মিত সবাই।  

বিজ্ঞাপন

সিনেমা প্রচারণার ইভেন্টে ক্যাটরিনাকে তার ‘ডেজার্ট স্কার্ফ’টি উপহার দেন সালমান।  ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির প্রায় প্রতিটি সিনেমাতেই কালো খোপকাটা এই স্কার্ফটি ব্যবহার করেছেন তিনি। 

এরপরই মূলত ইমরানকে চুমু দিয়ে বসেন সালমান। আর সেটা দেখেই দর্শকদের পাশাপাশি হতবাক ক্যাটরিনাও। অনুষ্ঠানে সালমান বলেন, যে সিনেমায় ক্যাটরিনা রয়েছে, সেখানে একটু প্রেম থাকবে না, সেটা কি হয়! 

এই বলে সোজা ইমরানের দিকে এগিয়ে যান সালমান। ইমরানের দিকে তাকিয়ে অভিনেতা বলেন, সিনেমায় যদি ইমরান আতিশের রোলে না থাকত, তাহলে সেটা তো হয়েই যেত। ‘টাইগার থ্রি’-তে খলচরিত্রে দেখা গিছে ইমরানকে। ততক্ষণে সালমানের কাণ্ড দেখে হাসির রোল পড়ে যায় অনুষ্ঠান কক্ষে।   

বিজ্ঞাপন

সূত্র : আনন্দবাজার

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |