ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অভিনয় থেকে অবসর নিতে প্রস্তুত রাশমিকা

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ , ০২:৩৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্তমানে ‘সিকান্দার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। এর মাঝেই শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান অভিনেত্রী। এই ঘটনার পর বিমানবন্দরে দেখা যায় তাকে। 

বিজ্ঞাপন

নিজের পায়ে ভর দিয়ে ভালোভাবে হাঁটতেও পারছেন না রাশমিকা। একইসঙ্গে সিনেমার শুটিং নিয়েও বিপাকে। এমন সময় অভিনেত্রীর মুখ থেকে শোনা গেল, অভিনয় থেকে অবসর নেওয়ার কথা। 

সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘ছাভা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে এ কথা বলেন রাশমিকা। সিনেমায় মারাঠা রাণী যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ায় ভীষণ আনন্দিত অভিনেত্রী। জানালেন, এই চরিত্রটি করার পর অভিনয় থেকে অবসর নিয়ে ফেললেও কোনো আপত্তি নেই তার। 

বিজ্ঞাপন

অভিনেত্রী আরও বলেন, ‘ছাভা’র কাজ শেষ হলে অবসর নিতে প্রস্তুত আমি। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই। তবে ট্রেলারটি দেখার পর অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছি আমি।

ইতোমধ্যে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে ‘ছাভা’র ট্রেলার। আগামী ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ‘ছাভা’ সিনেমায় রাশমিকা ছাড়া আরও অভিনয় করেছেন, ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত। 

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |