ঢাকা

ভিন্টেজ গাড়িতে নববধূকে বাড়ি নিলেন সৌরভ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৭ ডিসেম্বর ২০২৩ , ০৭:১৩ পিএম


loading/img
ছবি সংগৃহীত

দীর্ঘদিন প্রেমের পর অবশেষে সেই প্রেমিকার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন কলকাতার মন্টু পাইলট খ্যাত অভিনেতা সৌরভ দাস। তার স্ত্রী নায়িকা দর্শনা বণিক।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতার তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। এরপর সাদা রঙের ভিন্টেজ রয়েল রোলস গাড়ি ফুল দিয়ে সজ্জিত করে পাশাপাশি সিটে বসে নববধূ দর্শনাকে নিয়ে  বাড়ি ফিরলেন সৌরভ। 

শীতের রাতে ছুটেচলা ভিন্টেজ গাড়িটি একটি লিংক রোডে গিয়ে থামে। পাশে থাকা ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায় সৌরভ-দর্শনাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

বিজ্ঞাপন

দীর্ঘদিন প্রেম করার পর গত ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন চিত্রনায়িকা দর্শনা বণিক ও সৌরভ। বিয়ের পর ভিন্টেজ গাড়িতে নববধূকে নিজের বাড়িতে নিয়ে আসেন সৌরভ। আর সেই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।

এ দৃশ্য দেখে নেটিজেনদের অনেকে প্রশংসা করছেন। তবে কটাক্ষের শিকারও হয়েছেন এই নবদম্পতি। অনেকে মন্তব্য করেছেন, এই সব দেখিয়ে কি হবে, বিয়ে তো টিকবে না, সেই তো ডিভোর্স।

গত বছরের শুরুর দিকে জোর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী দর্শনা বণিক চুটিয়ে প্রেম করছেন; তা-ও সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে। একসঙ্গে নানা জায়গায় যাচ্ছেন তারা, সৌরভের বাড়ির সামনে পার্ক করা থাকছে দর্শনার গাড়ি। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন এই যুগল।

বিজ্ঞাপন
Advertisement

কয়েক দিন আগে সব জল্পনার ইতি টেনে বিয়ের ঘোষণা দেন দর্শনা বণিক। অবশেষে প্রেমিক সৌরভের গলায় মালা পরালেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘অল্প হলেও সত্যি’সহ একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব; যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |