ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

আইনি মারপ্যাঁচে ফেঁসে গেলেন পিয়ার্স ব্রসনান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ , ০১:০৫ পিএম


loading/img
আইনি মারপ্যাঁচে ফেঁসে গেলেন পিয়ার্স ব্রসনান

মাঝে মধ্যেই তারকাদের আইনি জটিলতায় পড়তে দেখা যায়। নানান ঘটনার জেরে অনেকে আবার জেলও খেটেছেন। এবার আইনি মারপ্যাঁচে ‘জেমস বন্ড’ খ্যাত পিয়ার্স ব্রসনান ফেঁসে গেছেন। 

বিজ্ঞাপন

জানা গেছে, পিয়ার্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। জঙ্গলের মধ্যে পর্যটকদের জন্য নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন তিনি। মূলত এ কারণেই আইনি জটিলতায় পড়েছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, গত ১ নভেম্বর এই ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যে ইয়োমিংয়ের ডিস্ট্রিক্ট কোর্টে পিয়ার্সের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, হেঁটে জঙ্গলের ‘থার্মাল’ অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন পিয়ার্স।

আগামী ২৩ জানুয়ারি অভিযোগের ভিত্তিতে ইয়েলোস্টোন আদালতে এই অভিনেতাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে ‘আনহোলি ট্রিনিটি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত পিয়ার্স। এর মাঝেই সময় বের করে ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে ঘুরতে যান তিনি। আর এতেই ঘটে বিপত্তি। ঘুরতে গিয়ে আইনি মারপ্যাঁচে ফেঁসে গেছেন পিয়ার্স।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ক্যারিয়ারে একাধিক সিনেমার মধ্যে বিট্রিশ গুপ্তচর ‘জেমস বন্ড’র চরিত্রে দর্শকদের নজর কাড়েন পিয়ার্স। যা এখনও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। এ ছাড়াও ‘টুমরো নেভার ডাইজ’, ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ এবং ‘ডাই অ্যানাদার সিনেমাতয়ে ডবল ও সেভেনের চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে।   

বিজ্ঞাপন

সূত্র : আনন্দবাজার  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |