পরকীয়া নিয়ে অনন্ত জলিলের হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ , ১০:২৭ এএম


অনন্ত জলিল
অনন্ত জলিল

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল। শুধু তাই নয়, দেশের শীর্ষ ব্যবসায়ীদের তালিকাতেও রয়েছে তার নাম। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই স্ত্রী বর্ষার সঙ্গে জুটি বেধে কাজ করছেন তিনি। শোবিজে সুখী দম্পতি হিসেবেও  বেশ পরিচিতি রয়েছে তাদের। এবার পরকীয়া নিয়ে হুঁশিয়ারি দিলেন অনন্ত জলিল।    

বিজ্ঞাপন

সম্প্রতি ডি এ তায়েব ও পরীমণি অভিনীত সিনেমা ‘কাগজের বউ’র প্রিমিয়ার শো—তে হাজির হয়েছিলেন অনন্ত। এসময় গণমাধ্যমে কথা বলতে গিয়ে সামাজিক নানান বিষয় তুলে ধরেন এই নায়ক।

 

সিনেমাটি দেখে বেশ প্রশংসা করে অনত্ন বলেন, এসময়ে এরকম সিনেমার খুব দরকার। পর্দায় দুজনকেই ভীষণ ভালো লেগেছে। ডি এ তায়েবের অভিনয় থেকে গেটআপ দারুণ ছিল। সবার হলে গিয়ে সিনেমাটি দেখা উচিত।

তিনি আরও বলেন, ‘কাগজের বউ’ সিনেমার গল্পটা চমৎকার ছিল। যিনি লিখেছেন বেশ পরিশ্রম করতে হয়েছে। শুধু সিনেমায় নয়, বাস্তবেও স্বামী-স্ত্রীর মধ্যে অফুরন্ত ভালোবাসা থাকা দরকার। 

বিজ্ঞাপন

পরকীয়া নিয়ে অনন্ত বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে যেন পরকীয়া ঢুকতে না পারে। বর্তমানে এই পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। জনজীবনকে ধ্বংস করেছে। আর ফেসবুক আসার পর এই সমস্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

 

জানা গেছে, সিনেমাটিতে বড়লোকের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। কিন্তু তার সম্মতি ছাড়াই গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার। মূলত বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয় পরীমণিকে। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।    

প্রসঙ্গত, ‘কাগজের বউ’ নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী এবং প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। সিনেমায় ডি এ তায়েব ও পরীমনি ছাড়া আরও অভিনয় করেছেন— চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকেই। আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission