ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

স্বামী-স্ত্রী দুজনেই পেলেন ফিল্মফেয়ার সম্মাননা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪ , ০৪:২১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ভারতের সিনেমার জগতে অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে ধরা হয় ফিল্মফেয়ারকে। চলতি বছরে এটি পা রাখল ৬৯ বছরে।

বিজ্ঞাপন

রোববার (২৮ জানুয়ারি) গুজরাটের গান্ধীনগরের গিফট সিটিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্রের অন্যতম বড় সম্মান প্রদানের অনুষ্ঠান। এই অ্যাওয়ার্ড নাইট ২০২৩ সালে ভারতীয় সিনেমার সেরাদের সম্মান জানায়। 

বিজ্ঞাপন

রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, কারিনা কাপুর খান, জাহ্নবি কাপুর, সারা আলি খান ও কার্তিক আরিয়ানদের পারফরম্যান্স জমজমাট ছিল সন্ধ্যা। পরিচালক ও টক শো হোস্ট করণ জোহর, অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মনীশ পাল ছিলেন সঞ্চালনায়। সংগীতের জগতেও বিজেতাদের তালিকা হতাশ করেছে অরিজিৎ সিংয়ে ভক্তদের। কারণ সেরা গায়কের অ্যাওয়ার্ড এল না তার হাতে। গত বছর অবশ্য জিতেছিলেন তিনি ‘ব্রহ্মাস্ত্র’র ‘কেশরিয়া’ গানটির জন্য। তবে ফিল্মফেয়ারেও কিন্তু জয়জয়কার বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি আলিয়া আর রণবীরের। ২০২৪ সালে দুজেনই ব্ল্যাক লেডি পেলেন হাতে। বিজেতার তালিকায় নাম রয়েছে রানি মুখোপাধ্যায়, শাবানা আজমি, শেফালি শাহ, বিক্রান্ত মাসেদের।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪-এর সম্পূর্ণ বিজয়ীদের তালিকা:

এবারের ফিল্মফেয়ারে একাধিক অ্যাওয়ার্ড পেল ‘টুয়েলভফ ফেল’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা দুটি। দুটি ব্লকবাস্টার উপহার দিয়েও খালি হাত শাহরুখের। দেখে নিন ফিল্মফেয়ার ২০২৪-এর বিজয়ীদের তালিকা-

বিজ্ঞাপন

সেরা চলচ্চিত্র (জনপ্রিয়): টুয়েলভথ ফেল

সেরা চলচ্চিত্র (সমালোচক): জোরাম

সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেতা: রণবীর কাপুর (অ্যানিমেল)

সেরা অভিনেতা (সমালোচক): বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা অভিনেত্রী (সমালোচক): রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে)/শেফালি শাহ (থ্রি অফ আস)

সেরা সহ-অভিনেতা: ভিকি কৌশল (ডাঙ্কি)

সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে/ রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা মিউজিক অ্যালবাম: অ্যানিমেল (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল)

সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি/অ্যানিমেল)

সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (বেশরম রং/পাঠান)

আজীবন সম্মাননা: ডেভিড ধাওয়ান

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |