ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

যে কারণে ক্ষমা চাইলেন সোহম

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ০৯ জুন ২০২৪ , ০২:৫০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

কনস্টেবলের হাতে চড় খেয়ে সম্প্রতি ভারতে নাস্তানাবুদ হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। সেই রেশ না কাটতেই এবার এক রেস্তোরাঁ মালিককে চড় মেরে বসেছেন টালিউড অভিনেতা ও চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। শুক্রবার (৭ জুন) রাতের এ ঘটনায় ইতোমধ্যে ক্ষমাও চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (৮ জুন) দুপুরে সোহম বলেন, সেদিন রাতে আগে আমার ও আমার প্রযোজনা সংস্থার কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছিল। অকথ্য গালিগালাজ করা হয়, কুকথা বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও। সেই সময়ে মাথা ঠিক রাখতে পারিনি। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার নিউটাউন সাপুরজি এলাকায় সোহমের শুটিং চলছিল। সেখানে একটি রেস্তোরাঁর বাইরে শুটিংয়ের অনেক গাড়ি রাখা ছিল। এ সময় রেস্তোরাঁর মালিক তার হোটেলের সামনে থেকে একটি গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করেন। সোহমের নিরাপত্তারক্ষীরা উত্তর দেন, বিধায়কের শ্যুটিং চলছে, তাই এখান থেকে কোনও গাড়ি সরবে না।

এমন উত্তরে তখন কড়া ভাষায় গাড়ি সরাতে বলেন ওই রেস্তোরাঁ মালিক। বলেন, বিধায়ক যেই হোক না কেন, গেট থেকে গাড়ি সরাতে হবে। আমার গেস্ট আসবে। আর এ নিয়েই শুরু হয় বাগবিতণ্ডা। হইচই শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন সোহম। একপর্যায়ে হাতাহাতি, এরপর ঘটে চড়-কাণ্ড।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |