প্রতি বছরের মতো এবারও সরকারি অনুদান দেওয়া হচ্ছে সিনেমা নির্মাণের জন্য। ২০২৩-২৪ অর্থ বছরের জন্য নির্বাচিত ২০টি সিনেমাকে দেওয়া হচ্ছে এই অনুদান। যার ১৬টি সিনেমার প্রযোজকরা পাচ্ছেন ৭৫ লাখ টাকা করে। আর বাকি ৪টি সিনেমার প্রযোজকরা পাচ্ছেন ৫০ লাখ করে। তবে এই অনুদান নেওয়ার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত।
বুধবার ( ১২ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে অনুদানের জন্য চূড়ান্ত সিনেমাগুলোর তথ্য উল্লেখ করা হয়েছে।
বলা হয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রাপ্তদের নামের তালিকা দেওয়া হয়েছে।