ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বড় ভাই লাইফ সাপোর্টে, সুস্থতার জন্য দোয়া চাইলেন ডিপজল

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ১৫ জুন ২০২৪ , ১১:০৬ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের ‘মুভিলর্ড’ ও ‘দানবীর’ খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব। নতুন খবর হলো, এবার এই অভিনেতার বড় ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন। ভাইয়ের সুস্থতা কামনায় এই অভিনেতা সবার কাছে দোয়া চেয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ডিপজল লিখেছেন, আমার বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন (বাদশা ভাই) ১৪ জুন ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন

ওই পোস্টে সহকর্মী থেকে ভক্ত-অনুরাগী সবাই ডিপজলের ভাইয়ের সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন।

চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, অনেক দোয়া।

চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না লিখেছেন, ফি আমানিল্লাহ।

বিজ্ঞাপন

সাংবাদিক রঞ্জু সরকার লিখেছেন, আল্লাহ ভরসা।

মোহাম্মদ সাখাওয়াত স্বপন নামে একজন লিখেছেন, মহান আল্লাহ তায়ালা সহায়ক হোন ও সুস্থতা দান করুন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |