রেশমি ও সৌরভ দুজনেই নামকরা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করে। তারা দুজন একদম আলাদা স্বভাবের। রেশমি খুবই চুপচাপ স্বভাবের, কথা কম বলে এবং সবসময় মনোযোগ দিয়ে কাজ করে। অন্যদিকে সৌরভ খুবই চটপটে ছেলে, সারাদিনে হয়তো কাজ করে ২ ঘণ্টা, আর বাকি সময় থাকে খুব ফুরফুরে মেজাজে। আসলে সেই সময়টা সে আইডিয়া নিয়ে ভাবে এবং বাকি দুই ঘণ্টায় কাজগুলো একই সুতায় বাঁধে। তারা দুজনেই সহকারি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করে। দুজনেই দুই ধরনের স্কিলে পারদর্শী, তাদের দুজনের কর্মদক্ষতায় এজেন্সি আজ দেশের নামকরা বিজ্ঞাপনীসংস্থা। সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর রুবেল হুট করেই অসুস্থ হয়ে পড়েন।
এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘অফিস যুদ্ধ’। এটি পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও রুকাইয়া জাহান চমক।
নাটকটি নিয়ে আরশ খান বলেন, খুবই সুন্দর গল্পের নাটক ‘অফিস যুদ্ধ’। আশা করি, এটি দর্শকদের ভালো লাগবে। ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দেবে।
ঈদের সপ্তম দিন (২৩ জুন) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে এটি আরটিভিতে প্রচারিত হবে। একইসঙ্গে নাটকটি ইউটিউবে দেখতে চোখ রাখুন Rtv Drama ইউটিউব চ্যানেলে।