যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন কৃতিকা

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ৩১ জুলাই ২০২৪ , ০৯:০০ পিএম


যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন কৃতিকা
ছবি: সংগৃহীত

দুই নারীকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত ভারতীয় ইউটিউবার আরমান মালিক। দুই স্ত্রী—পায়েল মালিক ও কৃতিকা মালিককে নিয়ে ‘বিগবস ওটিটি’-তে প্রবেশ করে বিতর্কের মুখে পড়েন তিনি। 

বিজ্ঞাপন

দুই স্ত্রীকে নিয়ে নাকি মিলে বেশ সুখেরই সংসার, এমনটাই দাবি করেছিলেন আরমান, পায়েল ও কৃতিকা। কিন্তু সম্প্রতি একটি এপিসোডে কৃতিকার বিস্ফোরক মন্তব্য রীতিমতো চমকে দিয়েছে দর্শকদের। 

জানা গেছে প্রিয় বান্ধবীর স্বামী আরমানকে বিয়ে করার পর আত্মহত্যা করতে গিয়েছিলেন কৃতিকা। এ প্রসঙ্গে বলেন, শুরুতে ভীষণ অনুশোচনায় হতো। বহু সমস্যার মুখোমুখি হই। আমরা তিন জনই আলাদা হয়ে যাই। এমনকি আত্মহত্যারও চেষ্টা করি আমি। কিন্তু তার পর বুঝতে পারলাম, আরমানকে ছাড়া বাঁচতে পারব না আমি।

বিজ্ঞাপন

কৃতিকার ভাষ্য, আমাদের বিয়েটা পায়েল মেনে নিয়েছিলেন বলেই এই সম্পর্ক টিকে আছে। দুই স্ত্রীকে নাকি সমান মর্যাদাই দেন আরমান। তিনি বলেন, পায়েল এই ঘর থেকে দ্রুত বেরিয়ে পড়েন। আমি এখানে থেকে গিয়েছি আরমানের সঙ্গে। তাই হয়তো এখন আমি একটু বেশি ঘনিষ্ঠ হয়ে গেছি।

২০১১ সালে সাত পাকে বাঁধা পড়েন পায়েল-আরমান। এর আগেও সুচিত্রা নামের একজন স্ত্রী ছিলেন এই ইউটিউবারের। সেই মহিলার সঙ্গে ডিভোর্সের সাত দিনের মাথায় পায়েলকে বিয়ে করেন আরমান। 

কিন্তু পরবর্তীতে ২০১৮ সালে পায়েলেরই প্রিয় বান্ধবী কৃতিকার প্রেমে পড়ে যান তিনি। সেই প্রেম গড়ায় বিয়ের মণ্ডপে। তৃতীয়বারের মতো কৃতিকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরমান। এরপরই বহুবিবাহ ও সম্পর্কে প্রতারণাকে প্রচারের জন্য একের পরে এক বিতর্কের মুখে পড়ছেন আরমান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission