আপনি থাকবেন আমাদের বিনীত প্রার্থনায়: সুমী

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪ , ১০:০৩ এএম


আপনি থাকবেন আমাদের বিনীত প্রার্থনায়: সুমী
ছবি: সংগৃহীত

‘সেদিনের এক বিকেলে’, ‘চিলেকোঠায় এক দুপুরে’, ‘ওগো চন্দ্রদ্বীপের মেয়ে’, ‘কোথায় রাখো আমাকে’ ও ‘ফিরতি পথে’ শিরোনামের গানগুলো আর কখনও শোনা যাবে না হাসান আবিদুর রেজা জুয়েলের কণ্ঠে। কারণ, ইহলোকের মায়া ত্যাগ করে এই শিল্পী মঙ্গলবার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। প্রয়াত এই শিল্পীকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আরেক শিল্পী শারমীন সুলতানা সুমী।

বিজ্ঞাপন

গণমাধ্যমে তিনি বলেছেন, আপনার অসাধারণ সব গান কৈশোরে এক দুর্দান্ত সময় উপহার দিয়েছিল আমাদের। প্রয়াত শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাইয়ের কথা-সুরে কী সুন্দর সব গান আপনার ইউনিক কণ্ঠে! আজ আপনিও চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! 

বিজ্ঞাপন

সুমী আরও বলেন, আল্লাহ আপনাকে ভালো রাখুন। আপনি থাকবেন আমাদের বিনীত প্রার্থনায়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১১ সালে তার লিভার ক্যানসার ধরা পড়ে জুয়েলের। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। সর্বশেষ গত ২৩ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমান এই সংগীতশিল্পী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission