সিনেমা হল ভাঙচুরের ঘটনায় যা বললেন সিয়াম
কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বাদ যায়নি সিনেমা হলও।
বিষয়টি নিয়ে চিত্রনায়ক সিয়াম আহমেদ একটি অনুষ্ঠানে কথা বলেছেন।
তিনি বলেন, রাস্তাটা সহজ রাখুন। আপনাদের সঙ্গে আমাদের দেখা হয় সিনেমা হলে। সে হলই যদি ভেঙে দেন, তাহলে কোথায় আপনাদের সঙ্গে দেখা হবে? আমাদের এখনও অনেক কিছু নির্মাণের বাকি আছে। আমাদের পথচলায় আর পিছিয়ে দেবেন না। এরপর যখন দেখবেন এমন অন্যায় হচ্ছে, তখন আপনার ভয়েস রাইজ করেন, এটা আমার অনুরোধ।
সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’র মুক্তি পিছিয়েছে।
বিষয়টি নিয়ে এই চিত্রনায়ক বলেন, আমার ক্যারিয়ারে ‘জংলি’র যে গল্প, সেটা হৃদয়ের সবচেয়ে কাছাকাছি থাকার মতো একটা গল্প। আমি দর্শকদের বলব, সিনেমাটি দেখেন। সঠিক সময়ে তাদের সিনেমাটি দেখাতে চাই। আমি চাই, নতুন বাংলাদেশে এটা আমার প্রথম সিনেমা হোক।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে বেশ সরব ছিলেন সিয়াম। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি রাজপথেও দেখা গেছে তাকে।
মন্তব্য করুন