• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

কবি নজরুলের দুই স্ত্রীর ভূমিকায় থাকছেন যারা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৭
ছবি সংগৃহীত

নির্মিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। সিনেমাটি নির্মাণের দায়িত্ব পেয়েছেন আব্দুল আলিম। ব্যক্তিগত জীবনে দুইবার সংসার পেতেছিলেন তিনি। কবির জীবনীচিত্রেও ফুটিয়ে তোলা হবে তার সংসার জীবন।

সিনেমায় কবি নজরুলের দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার দুই অভিনেত্রী। কবির প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অর্চিতা স্পর্শিয়াকে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করতে পারেন কলকাতার ইশা সাহা।

আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম।’ বিদ্রোহী কবি হিসেবে দুই বাংলাতেই সমান জনপ্রিয় নজরুল। তাই দুই বাংলার অভিনয়শিল্পীদেরই রাখা হচ্ছে সিনেমায়। বায়োপিকে কবির চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ‌।

এই সিনেমাটি নির্মাণের মাধ্যমে পারচালনায় অভিষেক হতে যাচ্চে আব্দুল আলিমের। চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার। ইতোমধ্যে চিত্রনাট্য নিয়ে এক অভিনেত্রীর সঙ্গে আলোচনা শেষ নির্মাতার, বাকি কেবল অন্যজন। চলতি বছরের শেষেই শুরু হবে সিনেমার শুটিং।

এ প্রসঙ্গে ভারতীয় এক গণমাধ্যমে ইশা সাহা বলেন, আমার সঙ্গে একেবারে প্রাথমিক আলাপ হয়েছে। চিত্রনাট্য শুনিনি, তাই এখনই কিছু বলতে পারছি না। কথা তো অনেকের সঙ্গেই হয়।

কবি নজরুলের চরিত্রে অভিনয় প্রসঙ্গে কিঞ্জল বলেন, বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল ইসলাম
পুঞ্জীভূত ক্ষোভের ফল ছাত্রজনতার আন্দোলন: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ঢাকায় ইরানের মহাকবি হাফিজ ও জাতীয় কবি নজরুলের স্মরণে আলোচনা
বিদ্রোহী কবির নাতি কাজী অনির্বাণ মারা গেছেন