• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

তৌহিদ আফ্রিদি ও তার বাবার নামে হত্যা মামলা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪
ছবি সংগৃহীত

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও আরও ২৩ জনের নামও উল্লেখ রয়েছে ওই মামলার এজাহার নামায়।

জানা গেছে, ২৫ জনের হত্যা মামলার এজাহার নামায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। তার বাবা নাসির উদ্দিনের নাম রয়েছে ২২ নম্বরে।

রোববার (১ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হত্যার অভিযোগে দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

রোববার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম।

এ প্রসঙ্গে তিনি বলেন, মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মগোপন থেকে প্রকাশ্যে, গোপন তথ্য ফাঁস করলেন আফ্রিদি
তৌহিদ আফ্রিদির বউ বিভ্রাট, আইনগত ব্যবস্থা নিচ্ছেন শ্যালিকা!
আল্লাহ বাঁচিয়েছে, শান্তি পেলাম: দিঘী
বিয়ে করলেন আফ্রিদি, যা বললেন দিঘী