• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

বাধার মুখে শিল্পকলা ছাড়লেন জ্যোতিকা জ্যোতি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩২
ছবি: সংগৃহীত

সরকার পতনের পর আজ (১৭ সেপ্টেম্বর) প্রথমবার শিল্পকলা একাডেমিতে হাজির হন জ্যোতিকা জ্যোতি। পরে সহকর্মীদের বাধার মুখে শিল্পকলা ছেড়ে যেতে বাধ্য হন এই অভিনেত্রী।

বিষয়টি নিশ্চিত করে শিল্পকলা একাডেমির সিনিয়র ইনসট্রাক্টর আইরিন পারভীন লোপা গণমাধ্যমকে বলেন, আজ দুপুর সাড়ে ১২টা পর অফিসে আসেন জ্যোতি। আসার পরই বাইরে বিভিন্ন বিভাগের সহকর্মীদের জড়ো হতে দেখে দরজা বন্ধ করে দেন তিনি। পরে আমরা তাকে অফিস থেকে চলে যেতে বলি। কারণ, তিনি ‘আলো আসবেই’ নামে একটি গ্রুপে যুক্ত হয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। এমন মানুষকে আমরা সহকর্মী হিসেবে চাই না।

তিনি আরও বলেন, জ্যোতি এখনও নিজেকে সরকারের নিয়োগ পাওয়া কর্মকর্তা ভাবছেন। যে সরকার নেই, সেই সরকারের দাপট দেখাচ্ছেন। আমরা তাকে সসম্মানে চলে যেতে বলেছি।

এ বিষয়ে জানতে জ্যোতিকে ফোন করা হলে ফোন ধরেননি তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পান জ্যোতিকা জ্যোতি।

আরটিভি/এইচএসকে/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পকলায় নাটক বন্ধ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিক্ষোভের মুখে শিল্পকলায় নাটকের প্রদর্শনী বন্ধ, মুখ খুললেন বন্যা মির্জা
দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই প্রদর্শনী বন্ধ করতে হয়েছে: শিল্পকলার ডিজি
বিক্ষোভের মুখে শিল্পকলা একাডেমিতে নাটকের প্রদর্শনী বন্ধ