দিনদিন ভালোমন্দ বিবেচনার শক্তি হারিয়ে যাচ্ছে: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ০৮:৫০ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। অভিনয় ও গান দুটিই সমান তালে চলে তার। তবে অনেক দিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে নেই ঢালিউডের এই নায়িকার। বাহ্যিক সৌন্দর্যের মতোই সদ্য ফোটা ফুলের সুবাস ছড়ায় তার চিন্তাধারা। অনেকে তাকে ‘বিউটি উইথ ব্রেইন’ বলে থাকেন।

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যমেও বেশ সক্রিয় ফারিয়া। পেশাগত ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করে থাকেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। এবার এ অভিনেত্রী লিখলেন বোধশক্তির অবক্ষয় নিয়ে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ সেটেম্বর)  নিজের ফেসবুকে  একটি স্ট্যাটাস দেন ফারিয়া। যেখানে তিনি লিখেন, মানুষ হিসেবে আমাদের বোধশক্তির অবক্ষয় এতটাই প্রখর, আমার ভয় হয়। দিনদিন ভালোমন্দ বিবেচনার শক্তি হারিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত যা দেখছেন তা কতটুকু সত্যি আর মিথ্যা এটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন না।

তিনি আরও লেখেন, মস্তিস্কটাকে সিন্দুকে বন্ধ করে শুধু চোখ দিয়ে উপভোগ না করে, মানুষ হিসেবে পর্যবেক্ষণ করার ক্ষমতাকে ফিরিয়ে আনার চেষ্টা করি আমরা। খুব কঠিন হবে না আশা করি।

বিজ্ঞাপন

তবে ঠিক কী কারণে ফারিয়ার এমন পোস্ট তা নিয়ে কিছু লিখেননি। তবে সম্প্রতি চর্চায় আছেন এ ঢালিউড অভিনেত্রী। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ পলকের সঙ্গে নাম জড়িয়ে কটাক্ষ করা হচ্ছে তাকে। ধারণা করা হচ্ছে সেসবে বিরক্ত প্রকাশ করেই এমন পোস্ট অভিনেত্রীর।

আরটিভি /এএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission