• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ছাত্র-জনতার মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তা যেন মঙ্গলের হয়: ফারিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২০ অক্টোবর ২০২৪, ১৪:০৬
নুসরাত ফারিয়া

ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয় দক্ষতায় নিজ দেশের গণ্ডি পেরিয়ে জায়গা তৈরি করেছেন পশ্চিমবঙ্গেও। শুধু অভিনয় নয়, গানেও বেশ পারদর্শী তিনি।

গেল বছর মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’। এতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসাও কুড়ান তিনি। রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও মনে-প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন অভিনেত্রী।

ওই সময় সিনেমাটি নিয়ে একটি সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন, আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একজন করে হাসিনা রয়েছে। শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর জীবনে আর কোনো অভিনয় না করলেও তাতে কোনো আফসোস থাকবে না তার।

তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের এমন পতনের পর বেশ তোপের মুখে পড়েন ফারিয়া। মাঝে-মধ্যেই তার মুখে শেখ হাসিনা সরকারের গুণগান শোনা যেত। কিন্তু এবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন ভিন্ন কথা।

ফারিয়া বলেন, আমি রাজনীতির মানুষ নই। তবে দেশের ছাত্র-জনতা চেয়েছিল বলেই তো পরিবর্তনটা এসেছে। একজন নাগরিক হিসেবে চাইব, যেটা হয়েছে সেটা যেন মঙ্গলের জন্য হয়। আমার বিশ্বাস, মানুষের মৌলিক চাহিদাগুলোর পাশাপাশি বিনোদনও হারানো গৌরব ফিরে পাবে। আশা করছি বর্তমান সরকার অবশ্যই সেদিকে খেয়াল রাখবে।

তিনি আরও বলেন, আমার ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি। এটা আমার রুটি-রুজির জায়গা। কাজের প্রস্তাব এলে করব, এটাই তো নিয়ম। এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি?

অভিনেত্রী বলেন, আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে গেছি। কখনোই কারও অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটা করতাম, মনে সামান্যতম সংকীর্ণতা থাকত, দেশেই আসতাম না। এখন যদি নতুন সরকার তাদের কাজে আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব। শিল্পীদের কাজ দলাদলি করা নয়, নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়া। আমিও প্রতিনিয়ত সে চেষ্টাই করি।

আরটিভি/এইচএসকে /এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফারিয়ার জাপানিজ লুকে সরগরম নেটদুনিয়া
দিনদিন ভালোমন্দ বিবেচনার শক্তি হারিয়ে যাচ্ছে: নুসরাত ফারিয়া
পর্দার শেখ হাসিনা এখন যেখানে আছেন
ফের জুয়ার প্রচারণায় নুসরাত ফারিয়া