• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

হাজার কোটি টাকা পাচারের গল্প নিয়ে ‘ব্ল্যাক মানি’

আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২৪, ১৬:৩৪
সংগৃহীত
ছবি: সংগৃহীত

হাজার কোটি টাকা নিয়ে গোলমাল লেগে যায় শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকেই। শহরজুড়ে রক্তের বন্যা বয়ে যায়। এতকিছুর পর কার হাতে যাচ্ছে সেই টাকা? টান টান উত্তেজনায় ভরা এমনই এক গল্প নিয়ে সিরিজটি নির্মাণ করছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। এটি তার প্রথম ওয়েব সিরিজ হলেও এর আগে সিনেমা, ওয়েব ফিল্ম নির্মাণ করে দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। সব মিলিয়ে সিরিজটি ঘিরে দর্শকদের আগ্রহও অনেক বেশি।

সম্প্রতি ‘ব্ল্যাক মানি’র সংবাদ সম্মেলনে নির্মাতা জানান, গল্প এতটাই থ্রিলার যে একবার দেখা শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠতে পারবে না। সঙ্গে এও জানান, সোমবার থেকে সৈয়দপুরে শুরু হচ্ছে এর শুটিং।

এদিকে, মুক্তির আগেই সিরিজটি কেমন হবে তার কিছুটা আভাস দিয়েছেন নির্মাতা। প্রকাশ করেছেন সিরিজের একটি পোস্টার। যেখানে দেখা যায়, একটি বদ্ধ ঘরে ছড়িয়ে-ছিটিয়ে আছে টাকা আর টাকা। আলমারি, টেবিল, ফ্লোরে বস্তায় বস্তায় চকচকে হাজার টাকার বান্ডিল।

পোস্টারটি শেয়ার করে রাফী লিখেছেন, ‘হাজার কোটি টাকার খেলা নিয়ে আসছে ‘ব্ল্যাক মানি’। চোখ রাখুন বঙ্গ’তে।’

এদিকে ‘ব্ল্যাক মানি’র সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ পর্বের এই ওয়েব সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নায়ক রুবেল, পূজা চেরি, অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, ব্যাচেলর পয়েন্ট’খ্যাত সাইদুর রহমান পাভেল, মুকিত যাকারিয়াসহ আরও অনেকে। ওটিটি প্লাটফর্ম বঙ্গ’র প্রযোজনায় নির্মিত ‘ব্ল্যাক মানি’ মুক্তি পাবে নভেম্বরের শেষদিকে।

আরটিভি/এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকাশ্যে ‘ব্ল্যাক মানি’র ফার্স্ট লুক
জয়কে ‘ব্ল্যাক মানি’ থেকে বাদ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন রাফী
রাফীর ‘ব্ল্যাক মানি’তে রুবেল, নায়িকা পূজা চেরী
প্রথমবার ওয়েব ফিল্মে তটিনী