বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে নিয়ে যা বললেন মিশা

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ , ০৭:২৯ পিএম


বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে নিয়ে যা বললেন মিশা

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

বিজ্ঞাপন

গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে এ প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের শতশত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ মাহমুদ।

এদিকে বিজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ দেশে ফিরেছেন। শুক্রবার (১ নভেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশের ধর্মপ্রাণ মুসলমান, বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিমানবন্দর থেকে বের হওয়ার পর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী এই হাফেজকে ছাদখোলা বাসে সংবর্ধনা জানানো হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বিজয়ী হাফেজ মুয়াজ মাহমুদদে অভিনন্দন জানিয়েছেন।

পাশাপাশি চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে হাফেজ মুয়াজ মাহমুদদে নিয়ে এক পোস্ট করেছেন। যেখানে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন

রাশি রাশি ফুলের শুভেচ্ছা উল্লেখ করে এ চলচ্চিত্র অভিনেতা ক্যাপশনে লিখেছেন, তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কুরআনুল কারীমের বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে স্বাগত ও রাশি রাশি ফুলের শুভেচ্ছা।

এরপর মিশা সওদাগর বলেন, যারা কুরআন বুকে নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের নামকে উচ্চতায় পৌঁছিয়েছেন, তারা এই দেশের রত্ন। তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সম্মান।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে। সে সময় হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।

আরটিভি / এএ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission