ঢাকা

‘ক্যান্ডিম্যান’খ্যাত অভিনেতা টনি টড আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ , ০৫:০৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউড অভিনেতা টনি টড। গত ৬ নভেম্বর লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর। অভিনেতার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। টনির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্ত্রী ফাতিমা।  

বিজ্ঞাপন

ইনসমনিয়াক গেমস স্টুডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছে, ‘আমাদের বন্ধু টনি টডের মৃত্যুতে শোকস্তব্ধ ইনসমনিয়াক গেমস। মার্ভেলের ‘স্পাইডার ম্যান টু’প্রযোজনার সময় তিনি আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে এসেছিলেন আমাদের স্টুডিয়োতে।’

টনি টড ১৯৫৪ সালে ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কানেক্টিকাটে বেড়ে ওঠেন তিনি। মূলত সেখানেই অভিনয়ের প্রতি প্রেম জন্মায় তার।

বিজ্ঞাপন

মঞ্চ থেকে শুরু হলেও পর্দায় নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন টনি। ‘ক্যান্ডিম্যান’সিনেমায় খুনির চরিত্রে নজর কাড়েন তিনি। ‘ফাইনাল ডেস্টিনেশন’ফ্র্যাঞ্চাইজিতে তার অভিনয় এখনও গেঁথে আছে অনুরাগীদের মনে। এর পাশাপাশি ‘স্পাইডার ম্যান টু’সিনমোয় ভেনমের চরিত্রেও সাড়া ফেলেন অভিনেতা।

হরর ঘরানার সিনেমায় অবদান রয়েছে টোনির। বিশেষ করে ‘ক্যান্ডিম্যান’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য ‘নিউ ইয়র্ক সিটি হরর ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’পান তিনি। 

ক্যারিয়ারে ২৪০টিরও বেশি সিনেমা ও টেলিভিশন প্রোডাকশনে কাজ করেছেন টনি। সর্বশেষ তাকে ‘ফাইনাল ডেস্টিনেশন-ব্লাডলাইনস’সিনেমায় দেখা যাবে তাকে। ২০২৫ সালে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

বিজ্ঞাপন
Advertisement

আরটিভি/এইচএসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |