কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না: চমক

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ , ০৬:২৯ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। প্রায় সময়ই সমাজের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন তিনি। পাশাপাশি নানান সামাজিক কর্মকাণ্ডেও দেখা যায় তাকে।

বিজ্ঞাপন

এদিকে সরকার পতনের পরে দেশজুড়ে বিভিন্ন স্থানে সংগঠিত হওয়া নৈরাজ্যের ঘটনায় ১৬ বছর ধরে শাসনামলে থাকা আওয়ামী লীগ দলটিরই দায় দেখেছেন অভিনেত্রী। তবে সম্প্রতি সময়ে কিছু বিষয় যেন হতাশ করেছে চমককে। 

বিজ্ঞাপন

কয়েক দিন আগেই এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গেছে। আল্লাহ রক্ষা করো।

এদিকে মঙ্গলবার (১২ নভেম্বর) আরও একটি স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, অতপর মা বুঝাইয়া কহিলো, বোবার কোনো শত্রু নাই তাই ভালো চুপ থাকাই।

বিজ্ঞাপন

এরপর কিছুটা আক্ষেপ প্রকাশ করে চমক বললেন, দেখেন যেইটা ভালো মনে করেন। কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না!

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে অভিনয়ে নাম লেখান চমক। কাজ করেন টেলিভিশন নাটকে।

এরপর বেশ অল্প দিনেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসামপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো বেশ কিছু একক নাটক, ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়ে আলোচনায় এসেছেন চমক।

আরটিভি/এএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission