• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

‘মিস ইউনিভার্স’ মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৭ নভেম্বর ২০২৪, ১৪:৫৩
ছবি: সংগৃহীত

জমকালো আয়োজনে ‘মিস ইউনিভার্স ২০২৪’-এর ৭৩তম আসর বসেছিল মেক্সিকো সিটির অ্যারেনা সিডিএমএক্সে। সেখানে বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স’ মুকুট জিতেছেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ।

এবারই প্রথম ডেনমার্কের কোনো প্রতিযোগী এই শিরোপা অর্জন করলেন। তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস। চলতি বছর ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছিল বেলারুশ, ইরিত্রিয়া, গিনি, ম্যাকাও, মালদ্বীপ, মলডোভা এবং উজবেকিস্তান।

গত ১৪ নভেম্বর প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। সেখান থেকে চূড়ান্ত পর্বে পাঁচ প্রতিযোগীকে নেতৃত্ব ও স্থিতিস্থাপকতাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। সেই ধারাবাহিকতায় ভিক্টোরিয়ার কাছে জানতে চাওয়া হয়, কেউ যদি আপনাকে বিচার না করে, তবে কীভাবে বাঁচবেন? জবাবে ভিক্টোরিয়া বলেন, আমি প্রতিদিনের মতোই বাঁচব।

দর্শকদের উদ্দেশে এই সুন্দরী বলেন, যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই, ইতিহাস গড়তে চাই, এবং আজ রাতে আমি সেটাই করছি।

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা, দ্বিতীয় রানারআপ মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান এবং যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছেন থাইল্যান্ডের সুচাতা চুয়াংস্রি ও ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ পেদ্রোজা।

আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জালিয়াতির অভিযোগ এনে উল্টো শিরোপা হারালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা
প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিযাপন মিস ইউনিভার্স প্রতিযোগীর, অতঃপর...
মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে লড়বেন আনিকা আলম
বিশ্বমঞ্চে বাংলাদেশকে সঠিকভাবে তুলে ধরতে চাই: আনিকা আলম