ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

যে কারণে নিজের বাবাকে ‘স্বৈরাচার’ বললেন আয়ুষ্মান খুরানা

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ০৬:৪১ পিএম


loading/img
ছবি:সংগৃহীত

বলিউডের তারকা অভিনেতা ও গায়ক আয়ুষ্মান খুরানা। অন্য আট-দশজনের মতো পারিবারিক শাসনে বড় হয়েছেন তিনি। এই মুহূর্তে তিনি নিজেও দুই সন্তানের বাবা। তবে অভিনেতার বাবা যেমন ছিলেন তেমনটা নাকি তিনি হবেন না বলে জানান।

বিজ্ঞাপন

বাবা হিসেবে কেমন হবেন, সে বিষয়ে ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন আয়ুষ্মান খুরানা। তার কথায়, আমার বাবা স্বৈরাচার, কিন্তু আমি বাবা হিসেবে একেবারেই আলাদা। আমি সবসময় বাবার হাতে স্যান্ডেল, বেল্ট দিয়ে মার খেতাম।

বিনা দোষেই নাকি বাবার কাছে মার খেতেন বলে জানান আয়ুষ্মান। পুরোনো এক ঘটনা তুলে অভিনেতা বললেন, একদিন পার্টি থেকে ফিরেছি। আমার জামা থেকে সিগারেটের গন্ধ বের হওয়ায় বাবা খুব মেরেছিলেন। অথচ আমি বাবার ভয়ে সিগারেট ছুঁয়েও দেখিনি। তা-ও মার খেতে হয়েছিল।

বিজ্ঞাপন

আয়ুষ্মান ও তার স্ত্রী তাহিরার একটি কন্যাসন্তান ও পুত্রসন্তান রয়েছে। তবে কন্যাসন্তান হওয়ার পরে পিতৃত্বের সফর আরও গভীর হয়েছে। বাবা হিসেবে নিজেকে আরও বিশ্লেষণ করতে পেরেছেন বলেও জানান আয়ুষ্মান।

আরটিভি/এএ/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |