ঢাকা

মধ্যরাতে রাস্তায় এভ্রিল

পাভেল রহমান

বুধবার, ০৩ জানুয়ারি ২০১৮ , ১১:০৩ এএম


loading/img
ছবি: ফেসবুক থেকে নেয়া।

আলোচিত জান্নাতুল নাঈম এভ্রিলকে এবার পাওয়া গেলো অন্যরূপে। এই সুন্দরী লেডি বাইকার শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাতভর শীতার্ত মানুষের মাঝে বিলিয়েছেন গরম কাপড়।

বিজ্ঞাপন

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন এভ্রিল। এর আগে লেডি বাইকার হিসেবে তার পরিচিতি ছিল। এবার শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান এভ্রিল।

এই মডেল-বাইকার বলেন, যারা বাইক চালান তারা রাস্তার পাশের মানুষগুলো অনেকে বেশি দেখেন। গাড়িতে বসে হয়তো সেগুলো তেমন দেখা যায় না। আর বাইক চালাতে গেলে বুঝতে পারি শীতের কষ্ট। তাই শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

বিজ্ঞাপন

এভ্রিল জানান, গত ০২ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে কমলাপুর পর্যন্ত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এরপর সারাদেশে পুরো শীতজুড়ে এই কাজটি করবো। একইসঙ্গে সবাইকে অনুরোধ করবো নিজের এলাকার মানুষটির পাশে দাঁড়ান।

আলোচিত এই মডেল বলেন, বছরের শুরুটা হোক ছোট ছোট ভালো কাজ দিয়ে। হয়তো, অনেকেই ভাবতে পারেন, এসব লোক দেখানো। ভাবুন না। আপনার একটুখানি লোক দেখানো কাজই যদি কারো উপকার হয়, কারো মুখে যদি এক চিলতে হাসি ফুটে। প্লিজ, করুন না এমন লোক দেখানো কাজ হাজারবার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই উদ্যোগে তার পাশে রয়েছে ইয়ামাহা মটরস বাংলাদেশ, এসিআই মটরস লিমিটেড, কেবি রাইডারস ও বাইক বিডি নামের তিনটি সংগঠন। এভ্রিল জানান, মূলত মানবিক তাড়না থেকেই এই উদ্যোগটি নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

 

পিআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |