• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে: সাফা কবির

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ নভেম্বর ২০২৪, ১৪:৩৪
সংগৃহীত
ছবি: সংগৃহীত

মডেল-অভিনেত্রী সাফা কবির। একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি শোবিজে পা রাখেন। এরপর আরও বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন সাফা কবির। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে নাটকের পাশাপাশি বিভিন্ন ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফা কবির বলেন, আপনারা আমার বিয়ে, মেহেদি, হলুদ নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। যেদিন হবে ইনশাআল্লাহা আপনারা সবাই আসবেন এবং সবাই দেখতে পাবের। দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই।

জীবনসঙ্গী ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ উল্লেখ করে অভিনেত্রী বলেন, যদি একটা খুব ভালো মনের মানুষ বা একটা ভালো মানুষের সঙ্গে আমার দেখা হয় তাহলে হয়তোবা খুব ভালো হবে। ব্যক্তিটা মিডিয়ার হবে নাকি মিডিয়ার বাইরের হবে এসব নিয়ে চিন্তা করিনা। সেটা যে কেউ হতে পারে, একটা ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ।

সাফার বলেন, তারা আসলে সত্যি বলেছে, আমি বাসায় থাকতে পছন্দ করি। তাদেরকে বাসায় আসতে বলি এবং আমি তাদের জন্য রান্না করি। অবসর সময়ে অনেক কিছু করি যেমন খুব বেশি ঘুমায় খুব বেশি খেতে ইচ্ছে করলে রান্না করি পাশাপাশি মায়ের সঙ্গে অনেক বেশি সময় কাটানো হয়।

আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন, আল্লাহ আমাকে জীবনে প্রত্যেকটা ধাপে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমার সেদিন উপলদ্ধি হয়েছে যে আমি আসলে সুস্থ আছি, আমার বাবা-মা সুস্থ আছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাফা কবিরের একগুচ্ছ ছবি ভাইরাল
আগে মানুষগুলোকে বাঁচানো দরকার, এরাই দেশ গড়বে: সাফা কবির 
মেয়ের সাফল্যে কাঁদলেন সাফা কবিরের মা
‘আজকে আমি যা হয়েছি সব ক্রেডিট মায়ের’