• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

হঠাৎ অভিনেতা খায়রুল বাসারের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২৭
সংগৃহীত
ছবি:সংগৃহীত

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে অনার্স সম্পন্ন করা এই মেধাবী অভিনেতা নিজেই শুরু থেকে গল্প এবং চরিত্র পছন্দের প্রতি ভীষণ চুজি ছিলেন। এখনো ঠিক তাই। টেলিভিশন নাটক, ওয়েব সিরিজে নানা চরিত্রে অভিনয়ে করে নিজের জাত চেনানোতে ব্যস্ত এই অভিনেতা।

এদিকে রোববার (০১ ডিসেম্বর) ছিল খায়রুল বাসারের জন্মদিন। মায়ের সঙ্গে আজকের দিনটিকে একটু বিশেষভাবে সময় কাটাবেন বিধায় সেদিন তিনি শুটিং রাখেননি। আবার সোমবার (২ ডিসেম্বর) থেকে টানা বেশ কয়েকদিন জামালপুরে একটি নাটকের শুটিং-এ আছেন তিনি।

অভিনেতার জন্মদিনে উপলক্ষ্যে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছিলেন। তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন খায়রুল বাসার।

পোস্ট দিয়ে তিনি লিখেছেন, কি করে এতো ভালোবাসেন আপনারা! আপনাদের ভালোবাসার কাছে নিজেকে নিঃস্ব লাগে। সামান্য এক ছেলে হিসেবে আপনাদের যে ভালোবাসা পেয়েছি এতটুকু জীবনে, তাতে আমি নিজেকে বিত্তবান না ভেবে পারি না।

এরপর বলেন, আমার যতটুকু ঐশ্বর্য আছে বলে মনে করি তা আপনাদের ভালোবাসা। আপনাদের যেন এভাবেই পাশে পাই, মরণের পরও যেন আমার একা বোধ না হয়। যেন দোয়া পাই আপনাদের। আমি অত্যন্ত আপ্লুত।

খায়রুল আরও লিখেন, জন্মদিনের অগণিত শুভেচ্ছা বার্তার কোন প্রতিউত্তর এখনো দিতে পারিনি। ব্যস্ততা অনুপাতে আমার সামর্থ্যকে মেনে নিন। আপনাদের সবার লেখাই পড়া হয়, আপনারা প্রত্যেকেই আমার একান্ত ভালোবাসা।

অভিনেতার ভাষ্য, আপনাদের শুভাশিস আমাকে সুন্দর ,সাহসী এবং সৎ রাখবে আমার চিন্তায়, পথ চলায় এবং লক্ষ্যে । নিশ্চয়ই ভালো কাজের মধ্য দিয়ে আপনাদের পাশে থাকবো। ইনশাআল্লাহ। ভালোবাসা জানাবেন, কৃতজ্ঞতা জানবেন।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সংগঠন কখনও পলিটিক্যাল পাপেট হতে পারে না: খায়রুল বাসার 
সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন খায়রুল বাসার