• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মমর নাম ভাঙিয়ে চলেন জায়েদ খান, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৮
সংগৃহীত
ছবি:সংগৃহীত

দীর্ঘদিন পর রাজনৈতিক স্যাটায়ার বানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা ও অন্তবর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দেশের রাজনীতিবিদদের নিয়ে তৈরি গল্পে ‘৮৪০’ ওয়েব সিনেমা বানিয়েছেন তিনি।শুক্রবার (১৩ ডিসেম্বর) বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। এর আগেই বুধবার (১১ ডিসেম্বর) আয়োজন করা হয় ‘৮৪০’-এর বিশেষ প্রিমিয়ার শো।

এদিকে ছবিটিতে একটি চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার বর্তমান প্রসজন্মের নায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়ক। প্রিমিয়ার শো অনুষ্ঠিত হওয়ার পর অনেকের মুখে শোনা যায় জায়েদ খান মমর কারণেই দেশ ছেড়েছেন, গেছেন যুক্তরাষ্ট্রে।

বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, মোস্তফা সরয়ার ফারুকীর আসন্ন চলচ্চিত্র ৮৪০ এ আমার স্ত্রী থাকবেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি একজন জেলা প্রশাসক (ডিসি)। তার নাম ভাঙিয়েই আমি চলি। শহরে আমার একটা পরিচিতি তৈরি হয়ে যায়, মানুষজন আমাকে ভয় পায়। আমার স্ত্রী আবার এসব নিতে পারে না। তার সঙ্গে ঝামেলা হয়। আর এ কারণেই আমি আমেরিকা চলে আসি- এটা স্ক্রিনের ঘটনা। বোঝা গেছে বিষয়টা।

তিনি আরও বলেন, এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। যারা আমাকে নিয়ে সমালোচনা করেন, করছেন- তাদের বলবো ছবিটা দেখেন। এরপর আরেকবার জায়েদ খানকে নিয়ে মন্তব্য করেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে ধারাবাহিক নাটক ‘৪২০’ নির্মাণ করে খ্যাতি পেয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ১৭ বছর পর ‘৮৪০’ নিয়ে এলেন তিনি।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পরিচয়ে জায়েদ খান
সাকিবের অবসরের সিদ্ধান্ত নিয়ে তারকাদের মিশ্র প্রতিক্রিয়া
জায়েদ খানের নামে মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল
যে কারণে এখনই দেশে ফিরছেন না জায়েদ খান