• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে তারা চারজন

আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৬
সংগৃহীত
ছবি:সংগৃহীত

বাংলাদেশের সগীতাঙ্গনের জনপ্রিয় তারকা মাহফুজ আনাম জেমস, বেবী নাজনীন, মনির খান ও আসিফ আকবর। বেশ লম্বা সময় একসঙ্গে তাদের কোন কনসার্টে গাইতে দেখা যায় না। অবশেষে দেড় দশক পর বিজয়ের উৎসবে এ চার তারকা একসঙ্গে গাইবেন একমঞ্চে।

বিজয় দিবস উপলক্ষে দীর্ঘ ১৫ বছর পর বিএনপির উদ্যোগে একটি কনসার্টের আয়োজন করা হচ্ছে জাতীয় সংসদ ভবন এলাকায়। ভিন্নদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের এ কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে।

‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের এ কনসার্টে গাইবেন সোমবার (১৬ ডিসেম্বর) এ চারজনসহ একঝাঁক সংগীতশিল্পী। বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও নিজ দেশে এই তারকারা ছিলেন কোণঠাসা। আজ প্রাণ খুলে গাইবার দিন তাদের। এদিকে জেমসও দীর্ঘদিন পর দেশের কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নিতে যাচ্ছেন।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আসিফ আকবর বলেন, সবার আগে বাংলাদেশ। আজ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কনসার্টে থাকছি আমিও। বিকাল ৪টায় মঞ্চে উঠছি আপনাদের গান শোনাতে। দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে প্রাণের ও গানের মেলায় দেখা হবে।

নগর বাউল জেমস কনসার্টের শেষ আকর্ষণ হিসাবে মঞ্চে উঠবেন। এ কনসার্টে আরও গাইবেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, কনকচাঁপা, কনা, ইমরান, প্রীতম, মৌসুমী, জেফার ও একদল লোকশিল্পী। এ ছাড়াও থাকছে ব্যান্ড ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস।

আয়োজিত কনসার্টির মিডিয়া পার্টনার হিসেবে আছে আরটিভি।

আরটিভি/ এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একসঙ্গে চমক নিয়ে হাজির হচ্ছেন আসিফ-ইমরান
অন্তর্বর্তী সরকারকে পাঁচ প্রশ্ন ছুড়ে দিলেন আসিফ আকবর
নতুন বছর ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান
সিলেট মাতাবেন জেমস-আসিফ, জেনে নিন টিকিটের মূল্য