• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

রাহাত ফতেহ আলীর কনসার্ট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল-ফ্রি রাখার সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২
ছবি: সংগৃহীত

আগামী ২১ ডিসেম্বর জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট। অনুষ্ঠানটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। এতে পারফর্ম করবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

এ দিন বিনাপারিশ্রমিকে গান গাইবেন পাকিস্তানের এই জনপ্রিয় গায়ক। শুধু তাই নয়, এই কনসার্টের জন্য স্টেডিয়ামের ভাড়াও মওকুফ করেছে সেনাবাহিনী। এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল-ফ্রি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হয়েছে।

ইতোমধ্যে শুরু হয়ে গেছে কনসার্টের টিকিট বিক্রি। সেখানে শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্যে বড় ছাড় রাখা হয়েছে। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

জানা গেছে, ২১ ডিসেম্বর এই কনসার্টটির জন্য যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড— এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে এই সুবিধার আওতার বাইরে থাকবে মোটরসাইকেল।

এ দিন যানজট নিরসনে ও জনদুর্ভোগের কথা চিন্তা করে দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনির গেটও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় গেট দিয়ে শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে।

প্রসঙ্গত, ‘ইকোস অব রেভোল্যুশন’-এ রাহাত ফতেহ আলী খান ছাড়াও আরও পারফর্ম করবে দেশী ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে।

আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মঞ্চে উঠেই বাংলাদেশকে নিয়ে যা বললেন রাহাত ফতেহ আলী
ঢাকায় রাহাত ফতেহ আলী খান, রাতে শোনাবেন গান
স্পিরিটস অব জুলাই কনসার্টে ভেন্যু চার্জ নেবে না সেনাবাহিনী
যে কারণে স্থগিত ‘ফোক ফেস্ট’