ঢাকা

জয়ার নতুন ছবি মুক্তি পাচ্ছে আজ, দেখা যাবে যেসব হলে

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১০:৩৯ এএম


loading/img
জয়া আহসান

বছর শেষে পর্দা মাতাতে আসছেন দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসান।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। 

প্রয়াত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন আকরাম খান।

বিজ্ঞাপন

সিনেমা প্রসঙ্গে জয়া বলেন, মুক্তিযুদ্ধের এ সিনেমাটি বিজয়ের মাসে দর্শকদের দেখানো উচিত বলে মনে হয়েছে আমাদের। তাই এটি আজ মুক্তি দেওয়া হচ্ছে। নকশী কাঁথার জমিন কোনো গল্প না এটি একটি দৃশ্যকাব্য। এক অনন্য অভিজ্ঞতার স্বাদ পেতে সবাইকে সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে। 

এ দিকে মুক্তির আগেই ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে পুরস্কার পেয়েছে জয়ার ‘নকশী কাঁথার জমিন’। এ ছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল সিনেমাটি।

বিজ্ঞাপন

মূলত একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে জয়ার এই সিনেমায়। এতে দুই বোনের চরিত্রে জয়া ও ফারিহা শামস সেঁওতি কাজ করেছেন। অন্যদিকে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে দেখা যাবে দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতিকে।

যেসব সিনেমা হলে দেখা যাবে জয়ার ‘নকশী কাঁথার জমিন’— 

রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার, (মিরপুর), স্টার সিনেপ্লক্স- বলি আর্কেড, (চট্টগ্রাম), লায়ন সিনেমাস- (কেরানীগঞ্জ), সিনেস্কোপ- নারায়ণগঞ্জে মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি। তবে এই তালিকা আরও বৃদ্ধি পেতে পারে।

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |